বদলার কথা মাথায় ছিল না, বলছেন সিন্ধু

পরপর দুটি টুর্নামেন্টের ফাইনালে সিন্ধু বনাম ওকুহারা লড়াইয়ের পরে এ বার আগামী সপ্তাহে জাপান সুপার সিরিজেও তাঁদের চূড়ান্ত যুদ্ধে মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ০৪:৩৩
Share:

পিভি সিন্ধু

ওকুহারার বিরুদ্ধে ফাইনালে নেমে কি বদলার কথা ভেবেছিলেন পিভি সিন্ধু?

Advertisement

হায়দরাবাদি তারকা ম্যাচের পরে বললেন ‘বদলা’ মাথায় রেখে নামেননি রবিবারের ফাইনালে। ‘‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯-১৭ এগিয়ে থাকার পরেও হেরে গিয়েছিলাম ওকুহারার কাছে। তবে রবিবার ফাইনালে সেটা মাথায় রাখিনি। যদিও অনেক লম্বা লম্বা র‌্যালি হয়েছে। কোর্টে খেলতে খেলতে নিজেকে শুধু বলছিলাম পরের পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমাকে শাটলটা নিয়ন্ত্রণ করতেই হবে। আর কিছু আমার মাথায় তখন ছিল না,’’ বলেন সিন্ধু।

সিন্ধু-ওকুহারা যুদ্ধ মানেই যেন এখন দুর্ধর্ষ একটা লড়াইয়ের আগাম আভাস ব্যাডমিন্টনপ্রেমীদের কাছে। রবিবারও যেটা তিন গেমের তুমুল লড়াইয়ে উঠে এসেছে। সিন্ধু বলছিলেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরে ফের ওকুহারার মুখোমুখি হয়েছিলাম এই ম্যাচটায়। প্রতিটা পয়েন্টই প্রচণ্ড লড়তে হয়েছে। প্রথম গেমে এক সময় ২০-২০ হয়ে গিয়েছিল পয়েন্ট। আমি এর পরে এগিয়ে গিয়ে গেমটা জিতে যাই।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘দ্বিতীয় গেমে অল আউট খেলছিলাম দু’জনেই। তবে শাটলটা নিয়ন্ত্রণে রাখতে পারিনি আমি। তৃতীয় গেমে প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। যদিও ১১ পয়েন্ট পর্যন্ত আমিই এগিয়ে ছিলাম। এর পরে ওকুহারা ফিরে আসে ম্যাচে। প্রত্যেকটা পয়েন্টে এর পরে বড় বড় র‌্যালি হয়েছে, বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো। কেউই কোনও পয়েন্ট সহজে দেয়নি।’’

Advertisement

পরপর দুটি টুর্নামেন্টের ফাইনালে সিন্ধু বনাম ওকুহারা লড়াইয়ের পরে এ বার আগামী সপ্তাহে জাপান সুপার সিরিজেও তাঁদের চূড়ান্ত যুদ্ধে মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে। জাপান সুপার সিরিজে তিনি ফাইনালে উঠলে অন্য কাউকে বিপক্ষে চান কি না জানতে চাইলে সিন্ধু বলেন, ‘‘ব্যাপারটা ঠিক এ রকম নয়। আমার বিরুদ্ধে যেই খেলুক তাতে আমার কোনও সমস্যা নেই। আগে অনেকে বলত আমার বিরুদ্ধে হয়তো ক্যারোলিনা মারিনকে ফাইনালে দেখা যাবে, এখন অনেকে বলছে জাপান সুপার সিরিজে ওকুহারা হয়তো উঠবে। তবে যেই উঠুক আমাকে জিততে হলে তাঁকে হারাতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement