—ফাইল চিত্র।
ভূস্বর্গে যখন বরফ পড়বে, তখন সেখানে আই লিগের কোনও ম্যাচ হবে না। সে রকম ভাবেই ক্রীড়াসূচি তৈরি করেছে ফেডারেশন।
ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে কাশ্মীরে বরফ পড়ে। সেটা ধরে নিয়েই ১৪ ডিসেম্বর থেকে সামনের বছর ২৪ জানুয়ারি পর্যন্ত রিয়াল কাশ্মীরের কোনও ম্যাচ ঘরের মাঠে দেওয়া হচ্ছে না। তখন বাইরের মাঠে টানা ছয়টি ম্যাচ খেলতে বেরিয়ে পড়বে ডেভিড রবার্টসনের দল। যা সাধারণত হয় না। কলকাতার দলগুলির মধ্যে মোহনবাগান প্রথম ম্যাচ খেলবে রিয়ালের সঙ্গে ২০ নভেম্বর। এই মুহূর্তে কাশ্মীরে তাপমাত্রা তিন বা চার ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। দিপান্দা ডিকা, হেনরি কিসেক্কাদের সেই ঠান্ডার মধ্যেই খেলতে হবে। আজ বৃহস্পতিবার ফেডারেশনের দল ইন্ডিয়ান অ্যারোজের সঙ্গে খেলতে ভুবনেশ্বর যাচ্ছে শঙ্করলাল চক্রবর্তীর দল। কটকের পর মোহনবাগানকে খেলতে যেতে হবে শ্রীনগরে। এ দিকে মঙ্গলবার আই লিগে রিয়াল বনাম চার্চিল ব্রাদার্সের ঐতিহাসিক ম্যাচ ঘিরে যে উন্মাদনার সৃষ্টি হয়েছিল, তা নজিরবিহীন। নিরাপত্তার কারণে সেনা এবং পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছিল মাঠ। মাঠে যত দর্শক ছিল, তার চেয়ে বেশি ছিল বাইরে। প্রায় এক ঘণ্টা আগে গেট বন্ধ করে দিতে হয়। গুলি, বন্দুক, মৃত্যুর মধ্যে কী ভাবে ফুটবল হচ্ছে, তা দেখতে বিশ্বের নামী সংবাদমাধ্যম হাজির হয়েছে কাশ্মীরে। তাদের মধ্যে একটি সংস্থা তথ্যচিত্র তৈরি করছে বলে জানা গিয়েছে। এ জন্য এ দিন হোটেলে গিয়ে রিয়ালে খেলা ফুটবলারদের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে।