পাক ক্রিকেটারদের সমালোচনায় মিয়াঁদাদ। ছবি— ফেসবুক।
পাকিস্তানের কোনও ব্যাটসম্যানই ভারত, অস্ট্রেলিয়ার মতো দলে খেলার যোগ্য নন। প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের দাবি এমনই।
বছর দুয়েক ধরে একমাত্র বাবর আজম পাকিস্তানের হয়ে ধারাবাহিক ভাবে পারফর্ম করে চলেছেন। বাকিরা বড় মঞ্চে ব্যর্থ হয়েছেন। মিয়াঁদাদ বলছেন, ‘‘আমি জানতে চাই এই পাকিস্তান দলে কি কেউ আছে যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড এবং ভারতের মতো দলের হয়ে খেলার ক্ষমতা ধরে? আমাদের এমন কোনও ব্যটসম্যানই নেই যে এই দলগুলোর হয়ে খেলতে পারে। আমাদের ভাল বোলার রয়েছে অবশ্যই। তবে ব্যাটিং লাইন আপে এমন কেউ নেই যে এই দলগুলোর হয়ে খেলতে পারে।’’
এর পর ভারতের উদাহরণ দিয়ে প্রাক্তন পাক তারকা বলছেন, ‘‘ভারতের দিকেই তাকিয়ে দেখা যাক।৭০,৮০,১০০, ২০০ রান ওদের ক্রিকেটাররা করছে। একেই তো বলে পারফরম্যান্স। আমাদের দলে কিন্তু এরকম কেউ নেই যে কি না বিশ্বসেরা দলে সুযোগ পেতে পারে।’’
আরও পড়ুন: ‘কাউকে খুশি করার মতো কথা বলতে পারে না সঞ্জয়’
পাক ব্যাটসম্যানদের পারফরম্যান্সে খুবই অসন্তুষ্ট মিয়াঁদাদ। পাক ব্যাটসম্যানদের উদ্দেশে তিনি বলেছেন, ‘‘প্রতিদিনের পারফরম্যান্স ও বেতনের ভিত্তিতে পৃথিবী চলে। আজ রান করো, টাকা নাও। কাল যদি ফের রান করো তাহলে তুমি ফের টাকা পাবে। তুমি যদি রান করতে না পারো, তা হলে টাকা নেবে কেন?’’
পাক ক্রিকেট বোর্ডের সমালোচনা করে মিয়াঁদাদ বলছেন, ‘‘ইংল্যান্ড, পাকিস্তানের মতো দেশগুলো প্রতিটি সিরিজের ভিত্তিতে দল নির্বাচন করে। আগের সিরিজেই কেউ যদি পাঁচশো রান করে, তা হলেও তাদের কথা ভুলে যায়। পাকিস্তানই একমাত্র দেশ যেখানে একটা শতরানের পরে দশটা ইনিংসে রান না পেলেও দলে জায়গা পাওয়া যায়।’’
আরও পড়ুন: বোর্ডের নয়া নিয়ম, বিজনেস ক্লাসে শুধু প্রধান নির্বাচকই