Commonwealth Games 2022

Narendra Modi: প্রধানমন্ত্রীকে বক্সিং গ্লাভস উপহার নিখাতের, হিমা দিলেন গামছা

শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কমনওয়েলথে অংশ নেওয়া ক্রীড়াবিদরা। সেখানেই উপহার তুলে দেন মোদীর হাতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৫:৩৪
Share:

প্রধানমন্ত্রীকে বক্সিং গ্লাভস দিচ্ছেন নিখাত। ছবি টুইটার

কমনওয়েলথ গেমসের সমস্ত ক্রীড়াবিদকে সম্মান জানালেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে খুশি নিখাত জারিন, হিমা দাস, লক্ষ্য সেন, চিরাগ শেট্টিরা। প্রত্যেকেই নিজেদের মতো করে কোনও না কোনও উপহার দিয়েছেন মোদীকে।

Advertisement

এ বারের কমনওয়েলথে ২২টি সোনা-সহ ৬১টি পদক জিতেছেন ভারতের ক্রীড়াবিদরা। শনিবার তাঁদের সঙ্গে দেখা করে সম্মান জানান মোদী। প্রত্যেকেই যে গর্বিত এবং আপ্লুত, সেটা নেটমাধ্যমে তাঁদের পোস্ট দেখেই বোঝা গিয়েছে। কমনওয়েলথে বক্সিংয়ে সোনা জিতেছেন নিখাত। তিনি এক জোড়া বক্সিং গ্লাভস তুলে দেন মোদীর হাতে। টুইটারে লেখেছেন, “সমস্ত বক্সারদের সই করা গ্লাভস প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পেরে আমি আপ্লুত। দেশকে গর্বিত করা সতীর্থ ক্রীড়াবিদদের সঙ্গে একটা দারুণ দিন কাটালাম।’

স্প্রিন্টার হিমা দাস পদক পাননি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর রাজ্য অসমের বিখ্যাত গামছা তুলে দেন। সঙ্গে লেখেন, ‘প্রধানমন্ত্রীর থেকে আশীর্বাদ পেয়ে গর্বিত। তাঁর হাতে অসমের সমস্ত মানুষের তরফে থেকে গামছা তুলে দিলাম।’

Advertisement

মীরাবাই চানু, লক্ষ্য, চিরাগের মতো অনেক ক্রীড়াবিদই প্রধানমন্ত্রীর সঙ্গে নিজেদের ছবি পোস্ট করেছেন। লক্ষ্য লিখেছেন, ‘আমাদের কঠোর পরিশ্রম এবং সাফল্যকে সম্মান জানানো এবং উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement