উদ্বিগ্ন: চোট সারাতে ব্রাজিলে ফিরছেন নেমার। ছবি: টুইটার
পিএসজি ৫ • মঁপেরিয়ে ১
ফরাসি লিগে প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি)-র দুরন্ত জয় দেখেই ব্রাজিল রওনা হলেন নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)।
গত বছরের ফেব্রুয়ারি মাসে ডান পায়ের পঞ্চম মেটাটারসল ভেঙে মাঠের বাইরে চলে গিয়েছিলেন ব্রাজিলীয় তারকা। অস্ত্রোপচারের পরে সুস্থ হয়ে মাঠে ফিরে রাশিয়া বিশ্বকাপেও খেলেন তিনি। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে ফরাসি কাপে পুরনো জায়গায় ফের চোট পান তিনি। প্রথমবার চোটের পরেও চিকিৎসা করাতে ব্রাজিল গিয়েছিলেন নেমার। পিএসজি-র তরফে জানানো হয়েছে, চিকিৎসা করাতে দশ দিনের জন্য ব্রাজিল গিয়েছেন নেমার।
ব্রাজিলীয় তারকা কবে মাঠে ফিরবেন, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও মঁপেরিয়েকে গোলের বন্যায় ভাসিয়ে ফরাসি লিগে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল পিএসজি। বুধবার রাতে ঘরের মাঠে মঁপেরিয়ের বিরুদ্ধে ১৩ মিনিটে পিএসজি-কে এগিয়ে দেন লেভিন কোয়াজ়ামা। যদিও ৩১ মিনিটে সমতা ফেরান ফ্লোহো মোলে। অনেকেই লিয়ঁ ম্যাচের পুনরাবৃত্তির আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ফরাসি লিগের সেই ম্যাচেও সাত মিনিটে অ্যাঙ্খেল দি মারিয়ার গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। কিন্তু শেষ পর্যন্ত ১-২ হেরে মাঠ ছাড়েন তাঁরা। এ দিন অবশ্য তা হয়নি। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে ব্যবধান বাড়ান মারিয়া। দ্বিতীয়ার্ধে পিএসজি ঝড়ের সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি মঁপেরিয়ে। ৭৩ মিনিটে পিএসজি-কে ফের এগিয়ে দেন ক্রিস্টোফার এনকুংকু। ৭৮ মিনিটে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন মঁপেরিয়ের ডিফেন্ডার ভিতোরিনো হিল্টন দা সিলভা। ৭৯ মিনিটে পিএসজির হয়ে পঞ্চম গোল করেন কিলিয়ান এমবাপে। এই মুহূর্তে ২৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে তাঁরা। এক ম্যাচ বেশি খেলে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিলে। যদিও পিএসজি ম্যানেজার থোমাস ঠুয়েল দুর্দান্ত জয়ের পরেও উচ্ছ্বাসিত নন। তিনি বলেছেন, ‘‘এই ম্যাচটাকে কখনওই মরসুমের সেরা বলা যাবে না। রক্ষণে অনেক ভুল করেছি আমরা। আক্রমণেও তীব্রতা কম ছিল। তা ছাড়া অনেক সময়ই বলের কাছাকাছি থাকতে পারিনি আমরা।’’