Brazil

Brazil Football: গোল নেমারের, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অনায়াস জয় ব্রাজিলের

করোনা জনিত নির্দেশিকার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ব্রাজিলের কোনও ফুটবলারকে ছাড়া হয়নি। প্রথম দলের অন্তত ন’জন ফুটবলার খেলতে আসতে পারেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ১৬:০০
Share:

গোলের পর সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস নেমারের। ছবি রয়টার্স

আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ আচমকা বাতিল হয়ে যাওয়ায় ফুটবলাররা মানসিক ভাবে প্রভাবিত হয়েছিলেন। সেই প্রভাব কাটিয়ে উঠে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পেরুকে হারিয়ে দিল ব্রাজিল। বৃহস্পতিবার রাতে তারা ২-০ ব্যবধানে জিতল। যোগ্যতা অর্জন পর্বের আটটি ম্যাচেই জিতল তারা।

Advertisement

ব্রাজিলের দু’টি গোলই এসেছে প্রথমার্ধে। ম্যাচের ১৫ মিনিটে সেলেকাওদের এগিয়ে দেন এভার্টন রিবেইরো। তাঁর গোলেই কিছুদিন আগে চিলিকে হারিয়েছিল ব্রাজিল। পেরুর বিরুদ্ধে দ্বিতীয় গোলটিও পেতে পারতেন এভার্টন। কিন্তু বিপক্ষ গোলকিপার তাঁর শট বাঁচিয়ে দেওয়ার পর ফিরতি বলে গোল করেন নেমার

করোনা জনিত নির্দেশিকার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ব্রাজিলের কোনও ফুটবলারকে ছাড়া হয়নি। প্রথম দলের অন্তত ন’জন ফুটবলার খেলতে আসতে পারেননি। কিন্তু তাতেও দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচে জিততে অসুবিধা হল না তিতের প্রশিক্ষণাধীন দলের। ঘরের মাঠে টানা ন’টি যোগ্যতা অর্জনের ম্যাচে গোল খায়নি ব্রাজিল।

Advertisement

ম্যাচের পর অধিনায়ক কাসেমিরো বলেন, “তিনটি ম্যাচেই একাধিক ফুটবলারকে পাইনি আমরা। কিন্তু বাকিদের সামনে সুযোগ এসে গিয়েছিল নিজেদের প্রমাণ করার। সেটা ওরা করেছে। আমরা সঠিক পথেই রয়েছি। টানা আটটি ম্যাচে জিতেছি। অঙ্কের হিসেবে যদিও এখনও যোগ্যতা অর্জন করিনি, কিন্তু বিশ্বকাপের ব্যাপারে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement