নেমার

বাড়িতেই ছোট করে ডিনার, পার্টির গুজব হেসে ওড়ালেন নেমার

পুলিশি তদন্ত এখনই থামছে না। জানা গিয়েছে, ওই পার্টির সঙ্গে নেমারের সত্যিই যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১৫:০১
Share:

নেমারের বাড়িতে আমন্ত্রিত ছিলেন ৪০ জন অতিথি। ফাইল ছবি

তাঁর পার্টি ঘিরে বিতর্ক থেকে পুলিশি তদন্ত পর্যন্ত শুরু হয়েছে। কিন্তু নতুন বছরের শুরুতে ভিডিও পোস্ট করে চমকে দিলেন নেমার। তাঁকে ঘিরে ওঠা যাবতীয় গুজব হেসে উড়িয়ে দিলেন। ভিডিওয় দেখা গিয়েছে, তিনি পরিবারের সঙ্গেই নতুন বছরের পার্টি করেছেন।

Advertisement

সেলিব্রিটি ও বাকিদের মিলিয়ে প্রায় ৫০০ জনকে নিয়ে সেই পার্টি আয়োজন করার খবর শুনে ব্রাজিল-সহ গোটা বিশ্বে নেমারের নামে সমালোচনা শুরু হয়েছিল। কিন্তু সেটা যে গুজবই, এ দিন তাঁর ভিডিওতে স্পষ্ট।

নতুন বছর শুরু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন নেমার। সেখানে একটি ডিনার টেবিলের ছবি দেখা গিয়েছে, যা ফুল দিয়ে সাজানো। আনুমানিক ৪০ জন অতিথি ছিলেন।

Advertisement

আরও খবর: করোনার ভয়ে ডেলরে বিচ ওপেন থেকে নাম তুলে নিলেন অ্যান্ডি মারে

আরও খবর: লাল-হলুদের সংসারে চলে এলেন ব্রাইট এনোবাখারে

ভিডিওর সঙ্গে নেমার লিখেছেন, “বাড়িতে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে এই ছোটখাটো ডিনার টেবিল সুন্দর করে সাজানো হয়েছে।” এরপরেই হাসতে হাসতে বলেন, “৫০০ জন কিন্তু নিমন্ত্রিত নয়।” ক্যাপশনে লিখেছেন, “সোশ্যাল ডিসট্যান্সিং। প্রত্যেককে পরীক্ষা করা হয়েছে।” কিছুদিন আগেই নেমার ছেলের সঙ্গে ছবি পোস্ট করে দাবি করেছিলেন, সেটি তাঁদের ৫০তম করোনা পরীক্ষা।

তবে পুলিশি তদন্ত এখনই থামছে না। জানা গিয়েছে, ওই পার্টির সঙ্গে নেমারের সত্যিই যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement