Neymar Jr

বার্সা ছেড়ে সঁ জঁ যাচ্ছেন মেসি? নেমারের মন্তব্যে জল্পনা

২০১৭ সালে স্পেন ছেড়ে নেমার পাড়ি দেন প্যারিসে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ১৪:২২
Share:

ফের দেখা যাবে এই দৃশ্য? ছবি: সোশ্যাল মিডিয়া

ফের কি একসঙ্গে দেখা যাবে দুই তারকাকে! ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’ নেমার এবং আর্জেন্টিনার মহাতারকা লিয়োনেল মেসি একসঙ্গে ৪ বছর খেলেছিলেন বার্সেলোনার হয়ে। সেই সোনার সময় পেরিয়ে এসেছে বার্সেলোনা।

Advertisement

২০১৭ সালে স্পেন ছেড়ে নেমার পাড়ি দেন প্যারিসে। বর্তমানে সেখানকার ক্লাব প্যারিস সঁ জঁ-তে খেলেন তিনি। মেসি এখনও বার্সেলোনার হয়ে খেললেও খুব সুখি পরিবারের আভাস পাওয়া যাচ্ছে না সেখানে। ২০০১ সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি বার্সেলোনাতে আসেন। ১৬ বছর বয়সে ক্লাবে অভিষেক ঘটে তাঁর। দীর্ঘ ১৬ বছর তিনি বার্সেলোনার হয়ে খেলে চলেছেন। সেই সম্পর্ক এ বার ভাঙতে পারে বলে আশঙ্কা। এই মরসুমেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন তিনি। তা অবশ্য সম্ভব হয়নি। আগামী মরসুমে তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাবেন। তখন যে কোনও ক্লাবে সই করতে কোনও বাধা থাকবে না।

২০১৩ থেকে ২০১৭ অবধি একসঙ্গে খেলা সতীর্থের উদ্দেশে নেমার বলেন, “আমি চাই ওর সঙ্গে আবার খেলতে, খেলাটা উপভোগ করতে। আগামী বছর আমাদের এটা করতেই হবে।” পুরনো সতীর্থের সঙ্গে ফের জুটি বাঁধতে আগামী বছর মেসি কি তবে পাড়ি দেবেন প্যারিসে? তেমন কোনও খবর এখনও না পাওয়া গেলেও, মেসির বার্সেলোনা ছাড়ার সম্ভবনা প্রবল। এই মরসুমে এখনও অবধি বার্সেলোনার হয়ে ১২ ম্যাচে মাত্র ৭টি গোল করেছেন তিনি। কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গেও সম্পর্ক খুব মধুর বলে শোনা যাচ্ছে না। এমন অবস্থায় মরসুম শেষ হলেই মেসি তাঁর প্রিয় ক্যাম্প ন্যু মেসি ছাড়েন কি না সেটাই দেখার।

Advertisement

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের ঐতিহাসিক ম্যাচে রোনাল্ডোর ৭৫০

আরও পড়ুন: লিভারপুলের জয়, ম্যান সিটির ড্র, পদত্যাগ করবেন না জ়িদান​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement