নিজের দেশে কর ফাঁকি মামলায় জরিমানা ভরার কয়েক দিনের মধ্যেই নতুন মামলায় ফাঁসলেন বার্সেলোনা তারকা নেইমার। ফুটবলের ওয়ান্ডারকিডের বিরুদ্ধে এ বার অভিযোগ নথি জাল করার।
২০১৩-য় বার্সেনোলার সঙ্গে নিজের চুক্তির আসল মূল্য নেইমার গোপন করে গিয়েছিলেন বলে স্পেনে তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা শুরু হয়েছে। ব্রাজিলেও নেইমারের বিরুদ্ধে নথি জালের নতুন অভিযোগ আদালতে দাখিল হল। বার্সেলোনা জানিয়েছিল, ২০১৩-য় তারা নেইমারকে কেনে পাঁচ কোটি সত্তর লক্ষ ইউরো দিয়ে। কিন্তু স্পেন ও ব্রাজিলের কর্তৃপক্ষের দাবি, আসল অঙ্কটা আট কোটি তিরিশ লক্ষ ইউরো। তাঁদের দাবি, নেইমার ও তাঁর পরিবার বার্সেলোনার সঙ্গে চুক্তির জাল নথিতে কম টাকা দেখিয়েছিলেন যাতে কম কর দিতে হয়।