ফিফা ফ্রেন্ডলি

বিতর্কিত পেনাল্টিতে জেতালেন নেমার

দু’দল মিলিয়ে বিশ্বকাপ জয়ের সংখ্যা সাত। শুক্রবার রাতে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলিতে মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দুই ফুটবল শক্তি ব্রাজিল ও উরুগুয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ০৪:৫১
Share:

উচ্ছ্বাস: উরুগুয়ের বিরুদ্ধে গোল করে নেমার। রয়টার্স

দু’দল মিলিয়ে বিশ্বকাপ জয়ের সংখ্যা সাত। শুক্রবার রাতে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলিতে মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দুই ফুটবল শক্তি ব্রাজিল ও উরুগুয়ে।

Advertisement

যে ম্যাচে বিতর্কিত পেনাল্টি গোলে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে হারাল তিতের ব্রাজিল। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জেতান নেমার দা সিলভা জুনিয়র। কিন্তু পেনাল্টির সিদ্ধান্ত ঠিক ছিল কি না, তা নিয়ে শুরু হল তর্ক। ৭৫ মিনিটে উরুগুয়ে বক্সে ব্রাজিলের সাইডব্যাক দানিলোকে ফাউল করেন দিয়েগো ল্যাক্সাল। উরুগুয়ের দাবি, ফাউলের আগে বলে হাত লাগান দানিলো। রেফারি সেটা কেন দেখলেন না? এই জয়ের ফলে কোচ তিতের জমানায় ২৯টি ম্যাচের মধ্যে ২৫টি জিতল ব্রাজিল। প্রথমার্ধে ম্যাচের ফল ছিল গোলশূন্য। এই সময় উরুগুয়ের লুইস সুয়ারেস ও এদিনসন কাভানির অব্যর্থ গোল বাঁচান ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার। এটি ছিল উরুগুয়ের কোচ অস্কার তাবারেসের ১৮৮তম ম্যাচ। খেলা শেষে তিনি বলেন, ‘‘দল হারলেও ছেলেদের খেলায় আমি খুশি। কারণ ম্যাচের বেশির ভাগ সময়েই খেলাটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমাদের একটা প্রতিভা থাকলে ব্রাজিলের ৪০টি ফুটবলার রয়েছে। তবু ছেলেরা কিন্তু পাল্টা দিতে পেরেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement