Marseille

বর্ণবৈষম্য নিয়ে সরব নেমারও

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে ফরাসি লিগের শৃঙ্খলারক্ষা কমিটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩৯
Share:

নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)। — ছবি এএফপি।

রণক্ষেত্র প্যারিসে ‘মাঙ্কিগেট’ বিতর্ক! মার্সেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেসের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার বিস্ফোরক অভিযোগ করলেন প্যারিস সাঁ জারমা (পিএসজি) তারকা নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)।

Advertisement

রবিবার মার্সেইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ৩১ মিনিটে ফ্লোহিয়ঁ তুভার গোলে পিছিয়ে পড়ে পিএসজি। ম্যাচের সংযুক্ত সময়ে আলভারোর মাথার পিছনে হাত দিয়ে আঘাত করেন নেমার। ভিডিয়ো অ্যাসিট্যান্ট রেফারির (ভার) সাহায্যে ব্রাজিলীয় তারকাকে লাল কার্ড দেখান তিনি। ক্ষুব্ধ নেমার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, ‘‘আমাকে ও শুধু বাঁদর বলেনি, আরও অশ্লীল গালাগাল দিয়েছে। আমার অনুশোচনা হচ্ছে একটা কারণেই, ওর মুখে আঘাতটা করতে পারিনি।’’

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে ফরাসি লিগের শৃঙ্খলারক্ষা কমিটি। বর্ণবিদ্বেষের অভিযোগ সত্যি হলে গঞ্জালেসের সর্বোচ্চ দশ ম্যাচ নির্বাসন হতে পারে। গঞ্জালেস আবার দাবি করেছেন, অ্যাঙ্খেল দি মারিয়া তাঁকে থুতু দিয়েছেন। সেই অভিযোগ প্রমাণিত হলে আর্জেন্টিনীয় তারকাকে ছ’ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। এ ছাড়া প্রতিপক্ষের ফুটবলারের মুখে ঘুসি মারার জন্য পিএসজি-র লেইভিন কুরোজ়ায়ার সাত ম্যাচ নির্বাসন কার্যত নিশ্চিত।

Advertisement

রবিবার রাতে পরিস্থিতি সামলাতে নেমার-সহ মোট পাঁচ জনকে লাল কার্ড দেখান রেফারি। হলুদ কার্ড দেখেছেন দু’দল মিলিয়ে মোট ১৪জন ফুটবলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement