নতুন আলোয় উজ্জ্বল রাতের বাগান। —নিজস্ব চিত্র
মোহনবাগান মাঠে ফ্লাডলাইটে ম্যাচ হল! প্রায় কুড়ি বছর পরে। বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ আইএফএ শিল্ডে যুব মোহনবাগান মুখোমুখি হয়েছিল ডিএসকে-লিভারপুল অ্যাকা়ডেমি। তবে এমন শুভদিনের বাগানে ০-২ ম্যাচ হারল সবুজ-মেরুন।
মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এই ক্লাবের মাঠের ফ্লাডলাইট নতুন ভাবে করে দেবে রাজ্য সরকার। এ দিন সেটারই উদ্বোধনে বাগানের মঞ্চে দাঁড়িয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের প্রতিশ্রুতি, ২০১৭-এ ইস্টবেঙ্গল এবং মহমেডান মাঠেও ফ্লাড লাইট বসে যাবে। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার, কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। দেবব্রত বললেন, ‘‘ফ্লাডলাইটের জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেনাবাহিনীর অনুমতি নেওয়ার ব্যবস্থা করছি।’’
এ দিন বাগানে একেবারে চাঁদের হাট। চুনী গোস্বামী, প্রদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে গৌতম-সমরেশ। সিএবি কর্তা বিশ্বরূপ দে, সুবীর গঙ্গোপাধ্যায়, আইএফএ সভাপতি সুব্রত দত্ত, সচিব উৎপল গঙ্গোপাধ্যায়দের উপস্থিতি মিলিয়ে মোহনবাগান ক্লাব যেন এ দিন মিলনমেলা হয়ে উঠেছিল। বাগান সহ-সচিব সৃঞ্জয় বসু বললেন, ‘‘ফ্লাডলাইট থেকে বাকেট চেয়ার সবেতেই এগিয়ে মোহনবাগান। আমাদের দেখাদেখি বাকিরা করছে।’’
তবে নতুন ফ্লাড লাইট প্রথম দিনই এক বার নিভে গিয়েছিল। পরে জানা যায়, টেকনিক্যাল কারণে নাকি বন্ধ করা হয়েছিল। যদিও আলো জ্বলতে পাঁচ-ছ’ মিনিট লেগে যায়। এ দিকে, এ দিন শিল্ডের অন্য ম্যাচে বারাসতে ইস্টবেঙ্গল ২-০ হারাল সালগাওকরকে। কল্যাণীতে টিএফএ ৩-১ হারাল ক্রিস্টাল প্যালেসকে।