বিরাট কোহালি। ছহি: এপি।
হতে পারে এক ম্যাচের সিরিজ। হতে পারে প্রতিপক্ষ বাংলাদেশ। কিন্তু ভারতের মাটিতে সমানে সমানে লড়াই দিয়ে গেল বাংলাদেশ। খেলা হল প্রায় পুরো পাঁচ দিন। তার মধ্যেই লেখা হল একাধিক রেকর্ড। কখনও সেটা ব্যাক্তিগত কখনও দলগত।
অধিনায়ক হিসেবে অপরাজিত থাকার রেকর্ড
অধিনায়ক হিসেবে টেস্টে ভারতীয়দের মধ্যে অপরাজিত থাকার রেকর্ড করে ফেললেন অধিনায়ক বিরাট কোহালি। ২০১৫ থেকে ২০১৭র মধ্যে তাঁর অধিনায়কত্ব ১৯টি টেস্ট অপরাজিত থাকল ভারত। এর আগে ১৯৭৬ থেকে ১৯৮০এর মধ্যে ১৮টি টেস্ট অপরাজিত ছিলেন সুনীল গাওস্কর। তাঁর আগে ছিলেন কপিল দেব। তিনি ১৯৮৫ থেকে ১৯৮৭র মধ্যে ১৭টি ম্যাচে এই রেকর্ড ছিল।
টানা ছ’টি সিরিজ জয়
শুধু ১৯টি ম্যাচে অপরাজিত থাকার সঙ্গে জিতে নিলেন টানা ছ’টি সিরিজও। এর আগের রেকর্ড ছিল পাঁচটি সিরিজ জয়ের। ২০০৮ থেকে ২০১০ এর মধ্যে টানা পাঁচটি সিরিজ জিতেছিল এমএস ধোনি। ২০১৫ থেকে ভারত শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজে অ্যাওয়ে সিরিজ জিতেছে। ঘরের মাঠে জিতেছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটা সাত সিরিজে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
টানা ১৯টি ম্যাচে অপরাজিত
টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম স্থানে থাকবে টানা ১৯টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। সর্বোচ্চ রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ১৯৮২ থেকে ১৯৮৪র মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ছিল ২৭টি ম্যাচ।
আরও খবর: টানা ১৯ টেস্টে জয়, ২০টি জয়ের রেকর্ডের সামনে বিরাটরা
ভারত, বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচের একটি দৃশ্য।
অশ্বিনের রেকর্ড
দ্রুততম ২৫০ উইকেটের রেকর্ড করে ফেললেন অশ্বিন। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ডেনিস লিলির দখলে। তিনি ৪৮ ম্যাচে নিয়েছিলেন ২৫০ উইকেট। অশ্বিন নিলেন ৪৫টি ম্যাচে।
চতুর্থ ইনিংসে মোট ৫০ উইকেট
ভারতের হয়ে তিনি তৃতীয়। যাঁরা চতুর্থ ইনিংসে মোট ৫০ উইকেট নিয়েছেন। অশ্বিনের আগে এই উইকেট রয়েছে বিষেন সিংহ বেদী ও অনিল কুম্বলের।
অধিনায়ক হিসেবে ২৩ টেস্টে ১৫ জয়
২৩টি ম্যাচ খেলে ১৫টি ম্যাচ জিতেছেন বিরাট। তাঁর আগে রয়েছেন স্টিভ ওয়া। যিনি জিতেছিলেন ১৭টি ম্যাচ। বিরাটের সঙ্গে এই একই তালিকায় রয়েছেন রিকি পন্টিং ও মাইকেল ভন।