বিশ্বকাপের পর টেস্ট চ্যাম্পিয়নশিপেও দলকে ফাইনালে তুলেছেন উইলিয়ামসন। ফাইল ছবি
২০১৯-য়ে লর্ডসে বিশ্বকাপ ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড। দু’বছর পরে ফের সেই ঐতিহ্যশালী মাঠে ফিরতে চলেছে তারা। তবে এ বার রঙিন নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে সাদা জার্সি পরে। সেই উত্তেজনায় ফুটছেন ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন।
কোভিডের কারণে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হওয়াতেই চূড়ান্ত হয়ে যায় নিউজিল্যান্ডের ফাইনাল খেলা। তাদের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট জিতলেই হবে তাদের। ইংল্যান্ডকে ফাইনাল খেলতে গেলে অন্তত তিনটি ম্যাচে জিততে হবে। সিরিজ যদি ড্র হয় বা ভারত অথবা ইংল্যান্ডের কেউ একটার বেশি টেস্ট জিততে না পারে তাহলেই ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া।
এক ইউটিউব চ্যানেলে উইলিয়ামসন বলেছেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিঃসন্দেহে উত্তেজক মুহূর্ত। টেস্ট ক্রিকেটের জন্য এই টুর্নামেন্ট একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। গত কয়েক মাসে আমরা আরও ভাল ভাবে সেটা দেখতে পেয়েছি। প্রতিটা দলই নতুন ক্রিকেটারদের খেলিয়ে তাদের সামনে আনার সুযোগ করে দিয়েছে।”
ব্যক্তিগত বিভাগে অবশ্য কিউয়ি ক্রিকেটারদের পারফরম্যান্স আহামরি নয়। প্রথম দশ ব্যাটসম্যানের মধ্যে শুধুমাত্র উইলিয়ামসন রয়েছেন দশ নম্বরে। তবে বোলারদের তালিকায় চার নম্বরে টিম সাউদি এবং সাতে কাইল জেমিসন রয়েছেন।