এই সেই ব্রুমের স্কুপ শট। ছবি টুইটার থেকে নেওয়া।
ক্রিকেটে স্কুপ শট বেশ জনপ্রিয়। বিভিন্ন ক্রিকেটার এটার প্রয়োগ ঘটান নানা ভঙ্গিতে। তবে নিউজিল্যান্ডের নিল ব্রুম শুক্রবার যে ভাবে ফোর্ড ট্রফিতে ওয়েলিংটনের বিরুদ্ধে ওটাগোর হয়ে এই শট মেরেছেন, তাতে অবাক হয়ে গিয়েছে ক্রিকেটমহল।
একসময় স্কুপ শটকে জনপ্রিয় করে তুলেছিলেন জিম্বাবোয়ের ডগলাস মারিলিয়ের। জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার ভারতের বিরুদ্ধে একটি ওয়ানডে ম্যাচে এই শটের সফল প্রয়োগে চমকে দিয়েছিলেন সবাইকে। তিনি জাহির খান থেকে গ্লেন ম্যাকগ্রাথ, সকল বোলারের বিরুদ্ধেই স্কুপ মেরেছিলেন। তার পর শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান এই শট মারতেন নিয়মিত।
শুক্রবার ৩৬ বছর বয়সি নিল ব্রুম এই শটকেই অন্য মাত্রা দিলেন। ওয়েলিংটনের হামিশ বেনেটের স্লোয়ার বাউন্সারে লাফিয়ে উঠে স্কুপ শট মারেন তিনি। সাধারণত, এই শট খেলা হয় জমিতে এক হাঁটু রেখে। কিন্তু ব্রুম একেবারেই অন্য ভাবে মারলেন এই শট। ১২৭ বলে তিনি করেন ১১২। তাঁর ইনিংসই নির্ধারিত ৫০ ওভারে ওটাগোকে ২৬২ রানে পৌঁছে দেয়। এই ম্যাচ দুই রানে জেতে তারা।
আরও পড়ুন: ‘শ্রেয়স অসাধারণ, কিন্তু ওপেনিংয়ে রোহিতের সঙ্গে আসুক...’
আরও পড়ুন: ‘ক্লাইভ লয়েড বা গ্রেগ চ্যাপেলদের সেই টেস্ট দলের সঙ্গে এক আসনে রাখতে হবে বিরাটদের’