এই মাসের শেষে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ হবে আইসিসির আগের নিয়ম মেনেই। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর হবে এই সিরিজ। কিন্তু নতুন আইসিসির নিয়ম আসার কথা ২৮ সেপ্টেম্বর। তার আগেই শুরু হয়ে যাবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। যে কারণে সিরিজের মাঝে আর নতুন নিয়ম আরোপ করা হবে না। অক্টোবরের মাঝে যখন নিউজিল্যান্ড ভারত সফরে আসবে তখন ভারত প্রথম আইসিসির নতুন নিয়মে খেলবে। তবে এই নিয়মের উদ্বোধন হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান –শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। নতুন নিয়মে পরিবর্তন হচ্ছে, ‘কোড অফ কনডাক্ট’, ‘ডিআরএস-এর ব্যবহার’, ‘ব্যাটের সাইজ’। যা খবর তাতে ১ অক্টোবর থেকেই নতুন নিয়ম শুরু হয়ে যাবে আইসিসির সব ম্যাচে। কিন্তু ২৮ সেপ্টেম্বর থেকে যে দুটো টেস্ট ম্যাচ শুরু হবে সেগুলোতে সে দিন থেকেই নতুন নিয়ম চালু হয়ে যাবে।
আরও পড়ুন
আড়াই ঘণ্টা ব্যাট করে সাড়ে চার কেজি ওজন কমে গেল!
পাকিস্তানের ভিসা চেয়ে অপমানিত ইমরান তাহির
কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করছে না আইসিসি। আইসিসির তরফে এই তথ্য পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, একই সিরিজে দু’রকমের নিয়ম যাতে না হয়ে যায় সে কারণে ভারতের এই সিরিজকে নতুন নিয়মের বাইরেই রাখা হয়েছে। নিউজিল্যান্ড সিরিজ থেকে নতুন নিয়মে খেলবে ভারত।