BCCI

আইপিএলের গ্ল্যামার বজায় রাখতে নয়া সিদ্ধান্ত বিসিসিআইয়ের

বিশ্ব ক্রিকেটের অন্যতম গ্ল্যামারাস টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল)। দশ পেরিয়ে এ বার এগারয় পা দিতে চলেছে আইপিএল। তবে, প্রতি বছর এই আইপিএলের সময় কোনও না কোনও দেশের সিরিজ থাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ১৫:২৩
Share:

বিশ্ব ক্রিকেটের অন্যতম গ্ল্যামারাস টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল)। দশ পেরিয়ে এ বার এগারয় পা দিতে চলেছে আইপিএল। তবে, প্রতি বছর এই আইপিএলের সময় কোনও না কোনও দেশের সিরিজ থাকে। ফলে বিশ্বের সেরা ক্রিকেটাররা অংশ নিলেও অনেক সময় দেশের হয়ে খেলতে তাঁদের মাঝ মরসুমেই আইপিএলকে বিদায় জানাতে হয়। এই বিষয়টা যাতে কিছুটা কমানো যায় সেই বিষয় এ বার সচেষ্ট হল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(বিসিসিআই)।

Advertisement

এত দিন কোনও দেশ থেকে কোনও ক্রিকেটার খেললে তাঁর আয়ের দশ শতাংশ সংশ্লিষ্ট বোর্ডকে দিত বিসিসিআই। এ বার সেই ১০ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করার সিদ্ধান্ত নিল বিসিসিআই।

আইপিএল কমিটির চেয়ারম্যান রাজীব শুক্ল বলেন, “যে দেশ পুরো টুর্নামেন্টের জন্য তাঁদের ক্রিকেটারদের ছাড়বেন সেই বোর্ডকে ক্রিকেটার পিছু ২০ শতাংশ করে টাকা দেবে বিসিসিআই।”

Advertisement

আরও পড়ুন: আইপিএল নিলাম লাইভ: দিল্লিতে গম্ভীর, কলকাতায় স্টার্ক, লিন, উথাপ্পা, কার্তিক

আরও পড়ুন: প্রথম বার নিলামে উঠে আবেগে ভাসলেন ভাজ্জি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement