Abhinav Bindra

Neeraj Chopra: দুই সোনাজয়ী এক সঙ্গে, নীরজকে অভিনব ‘টোকিয়ো’ উপহার

নেটমাধ্যমে দু’জনের সাক্ষাতের ছবি শেয়ার করেন অভিনব

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৩
Share:

নীরজ চোপড়া ও অভিনব বিন্দ্রা টুইটার

দুই সোনাজয়ীর দেখা। টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার সঙ্গে দেখা করে তাঁকে বিশেষ উপহার দিলেন বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনাজয়ী অভিনব বিন্দ্রা। নীরজের সঙ্গে দেখা করে একটি ছোট্ট কুকুর উপহার দেন অভিনব। নেটমাধ্যমে দু’জনের সাক্ষাতের ছবি শেয়ার করেন তিনি।

Advertisement

টুইটারে ভারতের প্রাক্তন শ্যুটার লেখেন, ‘দারুণ লাগল নীরজের সঙ্গে কথা বলে।’ টোকিয়ো থেকে সোনা জিতেছেন নীরজ। তাই নীরজকে উপহার দেওয়া ছোট্ট কুকুর ছানাটির নাম ‘টোকিয়ো’ রেখেছেন অভিনব। তিনি নীরজের উদ্দেশে আরও লেখেন, ‘টোকিয়ো তোমায় আরও অনুপ্রেরণা দিক, যাতে ২০২৪ সালে তুমি প্যারিস থেকে সোনা আনতে পারো। আর ‘টোকিয়ো’ যেন তার ভাই বা বোন পায়। যার নাম হবে ‘প্যারিস’।’ অর্থাৎ অভিনব এক প্রকার ঘোষণাই করে দিলেন প্যারিসে সোনা জিতলে আবারও একটি কুকুরছানা উপহার পাবেন নীরজ।

অনেকেই এই উপহারের প্রশংসা করেছেন। নীরজ যে পোষ্যপ্রেমী সে কথাও তুলে ধরেছেন অনেকে।

Advertisement

টোকিয়োর সঙ্গে দুই সোনাজয়ী টুইটার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement