পিচ গড়াপেটার কালো ছায়া পড়েছে তাদের দেশের ওপর। শ্রীলঙ্কার পিচ প্রস্তুতকারক থেকে শুরু করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ক্রিকেটার— আল জাজিরা টিভি চ্যানেলের গোপন ক্যামেরা অভিযানে নাম জড়িয়েছে অনেকেরই। যদিও সংশ্লিষ্ট দেশগুলির তরফে এই অভিযোগ মেনে নেওয়া হয়নি।
সোমবার যেমন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে বলে দেওয়া হয়েছে, এই অভিযোগ ‘‘বিশ্বাস করা রীতিমতো কঠিন।’’ তবে অভিযোগে যে পিচ প্রস্তুতকারক এবং ক্রিকেটারের নাম জড়িয়েছিল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের সাসপেন্ড করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্ত নেওয়ার পরেও শ্রীলঙ্কা বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মোহন ডি সিলভা বলেছেন, ‘‘আমরা গল টেস্ট নিয়ে কোনও রকম তদন্ত করছি না।’’ তবে শ্রীলঙ্কার পুলিশ এই নিয়ে আলাদা তদন্ত করছে।
আল জাজিরা যে ভিডিয়ো প্রকাশ করেছে, তাতে এক ব্যক্তি অভিযোগ করেছেন, ভারতের বিরুদ্ধে গত বছরের রাঁচী টেস্টে দু’জন অস্ট্রেলীয় ক্রিকেটার নাকি অর্থের বিনিময়ে ইচ্ছে করে মন্থর ব্যাটিং করেছেন। সোমবার সাংবাদিক বৈঠকে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক টিম পেইন বলেছেন, ‘‘কোনও অভিযোগই প্রমাণিত নয়। প্রমাণ কোথায় গড়াপেটার? আমরা বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটারই এই ঘটনার সঙ্গে জড়িত নয়।’’ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) জেমস সাদারল্যান্ডও জানিয়েছেন, ক্রিকেটারদের জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি।
আল জাজিরার কাছে ভিডিয়ো ফুটেজ চেয়েছে আইসিসির দুর্নীতি দমন শাখার প্রধান আলেক্স মার্শাল। অভিযোগের সপক্ষে প্রমাণ দেওয়ার দাবি উঠেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলেও।