cricket

অভিষেকে নওমানের সাত উইকেট, জয় পাকিস্তানের

সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে নওয়াম অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে তুলে নিলেন সাত উইকেট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ০৭:৫৮
Share:

দুরন্ত: দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নওমান। শুক্রবার। এপি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে জিতল পাকিস্তান। শুক্রবার তারা দক্ষিণ আফ্রিকাকে হারায় ৭ উইকেটে। এবং সেই জয়ের কারিগর হিসেবে উঠে এল তেলকর্মীর ছেলের গল্প।

Advertisement

৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ঘটনা এক অর্থে বিরল। কিন্তু সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখলেন সিন্ধ প্রদেশের বাঁ হাতি স্পিনার নওমান আলি। বাবা তেল কোম্পানির কর্মী। তাই আন্তর্জাতিক স্তরে উঠে আসার কাজটা সহজ ছিল না।

সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে নওয়াম অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে তুলে নিলেন সাত উইকেট। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে যায় ২৪৫ রানে। পাঁচ উইকেট নেন নওমান। পাকিস্তান তিন উইকেটে ৯০ রান করে জিতে যায়। ম্যাচের সেরা অবশ্য প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ফাওয়াদ আলম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement