Narendra Modi

Narendra Modi: এ বার ‘নরেন্দ্র মোদী স্টেডিয়াম’-এর নামবদলের দাবি নেটমাধ্যমে

খেলাধুলো সংক্রান্ত কোনও পুরষ্কারে রাজনৈতিক ব্যাক্তির নাম থাকা উচিত নয়, এমনটাই মনে করেন নেটাগরিকরা। কিন্তু তাঁদের দাবি, মোদীর নামে স্টেডিয়ামও করা যাবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৭:৫১
Share:

নরেন্দ্র মোদী স্টেডিয়াম নিয়ে শুরু বিতর্ক টুইটার

রাজীব খেল রত্ন সম্মানের নামবদল করার পরই নিজের নামের স্টেডিয়াম নিয়ে নেটমাধ্যমে সমালোচনার মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালেই রাজীব গাঁধীর নামের জায়গায় মেজর ধ্যানচাঁদের নামে খেলরত্ন পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

মোদীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন নেটাগরিকরা। খেলাধুলো সংক্রান্ত কোনও পুরস্কারে রাজনৈতিক ব্যাক্তির নাম থাকা উচিত নয়, এমনটাই মনে করেন তাঁরা।

Advertisement

এরপর আসরে নামেন বিরোধী দলের সদস্যরা। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম নিয়ে সরব হন তাঁরা। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান খেলরত্ন নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে লেখেন, ‘এটা খুব ভাল পদক্ষেপ তবে আশা করি ভবিষ্যতে স্টেডিয়ামের নাম খেলোয়াড়দের নামে করা হবে।’

Advertisement

ইউটিউবার ধ্রুভ রাঠিও টুইট করেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের নাম পরিবর্তনের দাবিও জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement