নরসিংহ যাদব
১৩ জুলাই: সুশীল কুমারের বিরুদ্ধে আইনি লড়াই জিতে চাপমুক্ত নরসিংহ যাদব রিও অলিম্পিক্সে নিজের অনুশীলনের সময় দ্বিগুণ করে দিয়েছেন।
বুধবার মোবাইলে নরসিংহকে ধরা হলে আনন্দবাজারকে তিনি বলেন ‘‘ওই ঘটনার পর থেকেই আমার উপর গোটা দেশের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। যেখানেই যাচ্ছি সকলের মুখেই এক কথা। রিওতে সুশীল নেই, তাই তোমাকেই সোনা জিততে হবে। ওদের ওই সব কথা শুনে শুনে আমারও জেদ অনেকটা বেড়ে গিয়েছে। আমিও এখন রিও থেকে সোনা জিততে চাই। আর তার জন্য নিজেকে উজাড় করে দিতে আমি প্রস্তুত।’’
সুশীলকে নিয়ে আদালতে এত জলঘোলা হবার পরেও নরসিংহ যাদব নিশ্চিত ছিলেন যে রিওতে তিনিই যাবেন। বললেন ‘‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদক জেতার পর থেকেই আমি নিশ্চিত ছিলাম ৭৪ কেজি বিভাগে রিওতে আমি যাবই। তা সত্ত্বেও সুশীল অযথা কোর্ট-কাছারি করায় অলিম্পিক্স প্রস্তুতিতে আমার অনেকটা মূল্যবান সময় নষ্ট হয়ে গিয়েছে। তাই মামলাটা মেটার পর থেকেই আমি ঠিক করে ফেলি যে নষ্ট সময়টাকে মেকআপ করতে অনুশীলনে আমার সময়টা দ্বিগুণ করে দেব।’’
লন্ডন অলিম্পিক্সে নরসিংহ যাদব প্রথম রাউন্ডে হেরেই বিদায় নিয়েছিলেন। সেই কথা মনে করিয়ে দিতেই তিনি বললেন ‘‘লন্ডনে যে নরসিংহকে আপনারা দেখেছিলেন সেই নরসিংহ যাদব আর এখনকার নরসিংহ যাদবের মধ্যে আকাশপাতালের তফাত। এখন আমি একজন অভিজ্ঞ কুস্তিগির। লন্ডনে নিজের উপরই আমার ততটা আস্থা ছিল না। এখন আমি এতটাই অভিজ্ঞ যে জানি কী ভাবে ম্যাটে প্রতিদ্বন্দ্বীকে কুপোকাত করতে হয়। এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়শিপ ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে পদক জিতে আমার মনোবলও অনেকটাই বেড়ে গিয়েছে। সেই কারণেই এখন আমি নিশ্চিত যে রিও থেকে আমি পদক নিয়ে ফিরবই।’’
নিজের লক্ষ্যে স্থির থাকতে নিয়মিত ধ্যান ও যোগাভ্যাস করছেন নরসিংহ যাদব। বললেন ‘‘আমি আমার লক্ষ্য স্থির করে ফেলেছি। চোখ বুজলেই এখন আমি দেখতে পাই রিও অলিম্পিক্সের পোডিয়ামে আমি উঠেছি। আমার পিছনে তেরঙ্গা উড়ছে আর জাতীয় সঙ্গীত বাজছে।’’