ছন্দে: ২৯ বলে হাফসেঞ্চুরি করেন নামিবিয়ার উইজ়া। ছবি আইসিসি।
অভাবনীয় সব স্ট্রোক খেলে আর আগ্রাসী ব্যাটিং করে নামিবিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন ডেভিড উইজ়া। ৪০ বলে তাঁর ঝোড়ো ৬৬ রানের দৌলতেই নামিবিয়া ছয় উইকেটে হারিয়ে দিল নেদারল্যান্ডসকে। আন্তর্জাতিক ক্রিকেটে উইজ়ার প্রথম হাফ সেঞ্চুরিই ম্যাচের রং পাল্টে দিয়ে যায়। চতুর্থ উইকেটে অধিনায়ক ইরাসমাসের (৩২) সঙ্গে ৯৩ রান যোগ করে ম্যাচের ভাগ্য গড়ে দেন তিনি।
জেতার জন্য ১৬৫ রান তাড়া করতে নেমে নামিবিয়া ৯ ওভার শেষে ৫৩-৩ হয়ে গিয়েছিল। সেখান থেকে দলকে ঐতিহাসিক জয়ের স্বাদ এনে দেন ৩৬ বছরের উইজ়া। মাত্র ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। এবং, পঞ্চাশে পৌঁছন ছক্কা মেরে। মোট পাঁচটি ছক্কা মারেন তিনি। সব ‘ভি’-এর মধ্যে। টি-টোয়েন্টিতে এত বড় রান তাড়া করে আর কখনও জেতেনি নামিবিয়া। দশ ওভার শেষে জেতার জন্য নামিবিয়ার দরকার ছিল ৯৭ রান। পরের চার ওভারে তারা তোলে ৫২ রান। তার মধ্যে ৩৭ রান আসে উইজ়ার ব্যাট থেকে। এই জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে সুপার ১২-তে যাওয়ার লড়াইয়ে টিকে থাকল নামিবিয়া। গ্রুপের শেষ ম্যাচে আয়ার্ল্যান্ডকে হারাতে পারলে তাদের সামনে আরও বড় ইতিহাস তৈরির সুযোগ থাকছে।
উইজ়া আসলে দক্ষিণ আফ্রিকার। বিরাট কোহালিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলেও খেলেছেন। এখন নামিবিয়ার হয়ে খেলছেন ৩৬ বছর বয়সি অলরাউন্ডার। এবং বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের স্বাদ দিলেন নামিবিয়াকে। ম্যাচ জিতিয়ে উইজ়া বলেছেন, ‘‘দলকে জেতানোর এত বড় সুযোগ হাতছাড়া করতে চাইনি।’’
সংক্ষিপ্ত স্কোর: নেদারল্যান্ডস ১৬৪-৪ (ওদৌদ ৭০, অ্যাকারম্যান ৩৫) বনাম নামিবিয়া ১৬৬-৪ (উইজ়া ৬৬, ইরাসমাস ৩২)। ছয় উইকেটে জয়ী নামিবিয়া