Paris Olympics 2024

অলিম্পিক্সের বছরে ডোপিং নিয়ে কড়া ভারত, আন্তঃরাজ্য প্রতিযোগিতায় হাজির ৩০ আধিকারিক

অলিম্পিক্সের আগে শেষ যোগ্যতা অর্জন প্রতিযোগিতা হিসাবে আয়োজন করা হচ্ছে জাতীয় আন্তঃরাজ্য প্রতিযোগিতা। সেখানে যাতে কোনও রকম দুর্নীতি না হয়, তা রুখতে তৈরি ভারতীয় ডোপ বিরোধী সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ২১:২০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

অলিম্পিক্সের আগে শেষ যোগ্যতা অর্জন প্রতিযোগিতা হিসাবে আয়োজন করা হচ্ছে জাতীয় আন্তঃরাজ্য প্রতিযোগিতা। সেখানে যাতে কোনও রকম দুর্নীতি না হয়, তা রুখতে তৈরি ভারতীয় ডোপ বিরোধী সংস্থা (নাডা)। সাধারণ এই প্রতিযোগিতায় হাজির ৩০ জন আধিকারিক।

Advertisement

পঞ্চকুলায় জাতীয় আন্তঃরাজ্য প্রতিযোগিতা চলছে। সেখানে সন্দেহজনক ক্রীড়াবিদ দেখলেই তাঁদের নমুনা পরীক্ষা করা হবে। তবে খুব কম প্রতিযোগিতাতেই এত জন আধিকারিককে আসতে দেখা যায়। প্রত্যেকেই দিল্লি থেকে গিয়েছেন বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সংবাদ সংস্থাকে এক আধিকারিক বলেছেন, “এ বছর এটাই সবচেয়ে বড় ঘরোয়া প্রতিযোগিতা। অলিম্পিক্সের আগে শেষ যোগ্যতা অর্জন প্রতিযোগিতা। আপাতত বিভিন্ন ক্রীড়াবিদকে চিহ্নিত করে তাদের নমুনা নেওয়া হচ্ছে। এর থেকে বেশি কিছু বলতে পারব না।”

Advertisement

এ দিন সকালে হিটে যাঁরা তৃতীয় হয়েছেন, তাঁদেরও নমুনা দিতে পাঠানো হয়েছে। বুধবার নাডার দল পঞ্চকুলায় গিয়েছে। ঠিক কত জনের নমুনা নেওয়া হবে তা এখনও জানা যায়নি।

এ দিকে, ১০০ মিটারে জাতীয় রেকর্ডধারী মণিকান্ত হোবলিধর প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছেন। তিনি হিটে পঞ্চম স্থানে শেষ করেছেন। পঞ্জাবের গুরিন্দরবীর সিংহ, অসমের অম্লান বরগোঁহাই এবং ওড়িশার অনিমেষ কুজুর হিটে জিতে সেমিফাইনালে উঠেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement