মুস্তাফিজের চোটে দলে আসতে পারেন তামিম

মুস্তাফিজুর এখনও তেমনভাবে সাফল্য পাননি এশিয়া কাপের আসরে। উইকেট যে পাননি তেমন নয়। তবে যতটা আশা করা হয়েছিল ততটাও দিতে পারেননি। ভারতের বিরুদ্ধে কোনও উইকেট আসেনি মুস্তাফিজুরের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৩৯
Share:

মুস্তাফিজুর এখনও তেমনভাবে সাফল্য পাননি এশিয়া কাপের আসরে। উইকেট যে পাননি তেমন নয়। তবে যতটা আশা করা হয়েছিল ততটাও দিতে পারেননি। ভারতের বিরুদ্ধে কোনও উইকেট আসেনি মুস্তাফিজুরের। কিন্তু ইউএই-র বিরুদ্ধে ২ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ১টি উইকেট পেয়েছিলেন তিনি। সেই মুস্তাফিজুর এবার চোটের জন্য চলে গেলেন দলের বাইরে। না এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এশিয়া কাপের পরের ম্যাচগুলির জন্য অনিশ্চিত হয়ে গেলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের পরই পেশিতে টান অনুভব করেন তিনি। ব্যথা বাড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এখনও তাঁর না খেলার খবর সরকারিভাবে ঘোষণা না হলেও সূত্রের খবর টি২০ বিশ্বকাপ সামনে হওয়ায় তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। যার ফলে এশিয়া কাপের বাকি ম্যাচে তাঁকে আর খেলতে নাও দেখা যেতে পারে।

Advertisement

এমন অবস্থায় এদিনই দেশে ফিরেছেন তামিম। বিসিবির কাছে অনেকটা আশীর্বাদের মতোই হয়েছে ব্যাপারটি। রবিবারই প্রথম সন্তানে বাবা হয়েছেন তামিম। ছেলেকে দেখেই সোমবার দেশে ফিরেছেন তিনি। ফিরেই স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনও করেন তিনি। সেকারণেই ধরে নেওয়া হচ্ছে মুস্তাফিজুরের জায়গায় তামিমেক দলে আসাটা এঘখন শুধু সময়ের অপেক্ষা।

আরও খবর

Advertisement

এমন সাব্বিরকেই চান মাশরাফি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement