মুশফিকুর রহিম। ফাইল চিত্র।
আরেকটু হলেই ক্যাচ ফস্কাচ্ছিলেন। আর তাতেই মাথা গরম করে সতীর্থর গায়ে প্রায় হাত তুলে ফেলছিলেন মুশফিকুর রহিম। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে।
খেলা ছিল বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশালের মধ্যে। ঢাকার অধিনায়ক মুশফিকুর সতীর্থ নাসুম আহমেদকে প্রায় মেরেই বসছিলেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে ঘটনাটি ঘটে। তখন বরিশালের দরকার ১৯ বলে ৪৫ রান। তাদের আফিফ হোসেন ফাইন লেগের ওপর দিয়ে বাউন্ডারি মারতে যান। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো হয়নি। শর্ট ফাইন লেগে বল উঠে যায়। সেখানে ফিল্ডিং করছিলেন নাসুম। উইকেটকিপার মুশফিকুরও ক্যাচ নিতে যান। দুজনের ধাক্কা লাগে। শেষ পর্যন্ত মুশফিকুরই ক্যাচ নেন। কিন্তু তারপরেই হঠাৎ মাথা গরম করে তিনি নাসুমকে মারতে যান। শেষ মুহূর্তে নিজেকে সামলে নেন। বাকিরা এসে পরিস্থিতি ঠাণ্ডা করেন।
ঢাকা ৯ রানে ম্যাচ জেতে। প্রথমে ব্যাট করে ঢাকা ২০ ওভারে ১৫০ রান তোলে। মুশফিকুর ৪৩ রান করেন। বরিশাল ১৪১ রানের বেশই করতে পারেনি। আফিফ ৫৫ রান করলেও ম্যাচ জেতাতে পারেননি। ঢাকার হয়ে শফিকুল ইসলাম ও মুক্তার আলি ৩টি করে উইকেট নেন।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হারিয়ে ভারতের উপর চাপ বাড়াল নিউজিল্যান্ড
আরও পড়ুন: ফুটছে ইস্টবেঙ্গল, আইএসএলে সামনে হায়দরাবাদ