মুথাইয়া মুরলীধরন ফাইল চিত্র
এক ঝলক দেখলে মনে হবে বল হাতে মুথাইয়া মুরলীধরন। তাই কি? না, বাঁদিকের ভিডিয়োতে বল করছে মুরলীপুত্র নারেন। ডান দিকের ভিডিয়োতে স্বয়ং মুরলীধরন। নারেনের বল করার ধরন পুরোপুরি তার বাবার মতো।
নেটমাধ্যমে মুরলীর বল করার একটি ভিডিয়ো পোস্ট করে সানরাইজার্স হায়দরাবাদ। সেই পোস্টের সঙ্গে নারেনের বল করার ভিডিয়ো জুড়ে দিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অফস্পিনার। লিখলেন, ‘বাবা এবং ছেলের সময়’। ব্যাস, বাকি কাজটা করে দিলেন নেটাগরিকরা। দ্রুত ভাইরাল হল সেই পোস্ট।
বাবা-ছেলের বল করার একই ধরন দেখে অবাক সকলেই। দীর্ঘ দিন বাইশ গজে রাজত্ব করে অনেক রেকর্ড গড়েছেন মুরলীধরন। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ের পিছনেও বিরাট ভূমিকা ছিল তাঁর।
নারেন তার বাবার পথ অনুসরণ করতে পারবে কি না তা সময় বলবে। তবে নারেনের বল করার ধরন দেখে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা বাড়তেই পারে।
বাঁদিকের ভিডিয়োতে মুরলীপুত্র নারেন। ডান দিকের ভিডিয়োতে মুরলীধরন। টুইটার