দেওয়া হবে না মস্তিষ্ক

গবেষণার জন্য প্রয়াত মহম্মদ আলির মস্তিষ্ক দান করবে না তাঁর পরিবার। মঙ্গলবার এমন কথাই শুনিয়েছেন প্রয়াত বক্সারের চিকিৎসক ডা. অ্যাবি লিবেরম্যান। বলেন, ‘‘আলির মস্তিষ্ক গবেষণার জন্য দান করা হবে কি না সে ব্যাপারে এখনও পর্যন্ত ওর পরিবার কোনও সিদ্ধান্ত নেয়নি।

Advertisement
শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ০৫:০৯
Share:

গবেষণার জন্য প্রয়াত মহম্মদ আলির মস্তিষ্ক দান করবে না তাঁর পরিবার। মঙ্গলবার এমন কথাই শুনিয়েছেন প্রয়াত বক্সারের চিকিৎসক ডা. অ্যাবি লিবেরম্যান। বলেন, ‘‘আলির মস্তিষ্ক গবেষণার জন্য দান করা হবে কি না সে ব্যাপারে এখনও পর্যন্ত ওর পরিবার কোনও সিদ্ধান্ত নেয়নি। খুব সম্ভবত এ ব্যাপারে সম্মতি দেবে না ওর পরিবার।’’ এ দিন আলির পরিবারের তরফে বব গানেল জানিয়েছেন, বৃহস্পতিবার আলির শেষকৃত্য। যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৮ হাজার মানুষ সমাবেত হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement