সাহায্যের জন্য ধোনি আছেন, বলছেন রায়ডু

এক বছরও নেই ক্রিকেট বিশ্বকাপ শুরুর। ভারতীয় দলের মিডল-অর্ডার ব্যাটিং নিয়ে এখনও যথেষ্ট সমস্যা রয়েছে। এশিয়া কাপে ভাল ব্যাট করতে পারলে বিশ্বকাপের জন্য নিজের দাবি পেশ করতে পারবেন রায়ডু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫৩
Share:

প্রত্যয়ী: এশিয়া কাপে নিজেকে প্রমাণ করতে চান রায়ডু। ফাইল চিত্র

এশিয়া কাপে নেই বিরাট কোহালি। তাই দুবাইয়ে এ বারের প্রতিযোগিতায় সব রকমের পরামর্শের জন্য মহেন্দ্র সিংহ ধোনির দিকেই তাকিয়ে থাকবেন অম্বাতি রায়ডু। তাঁর কথায়, যে কোনও দরকারে দলে সবার জন্য ধোনিই এখন প্রধান ভরসা।

Advertisement

ভারতীয় দলের হয়ে সাংবাদিক সম্মেলনে এসে রায়ডু বললেন, ‘‘অবশ্যই বিরাটের না থাকাটা দলের কাছে বড় ক্ষতি। সব সময়ই আমরা ওর অভাব অনুভব করব। তবে এই দলটার যে কোনও ম্যাচ জেতার ক্ষমতা আছে। ধোনি ভারতীয় দলের অধিনায়ক ছিল। ওর কাছে যে কেউ যে কোনও সময় সাহায্যের জন্য যেতেই পারে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘নিজের খেলা আবার ভাল জায়গায় ফিরিয়ে আনতে আমি গত বার ধোনির কাছ থেকে প্রচুর সাহায্যও পেয়েছি।’’

এক বছরও নেই ক্রিকেট বিশ্বকাপ শুরুর। ভারতীয় দলের মিডল-অর্ডার ব্যাটিং নিয়ে এখনও যথেষ্ট সমস্যা রয়েছে। এশিয়া কাপে ভাল ব্যাট করতে পারলে বিশ্বকাপের জন্য নিজের দাবি পেশ করতে পারবেন রায়ডু। তাঁকে এটা নিয়ে প্রশ্ন করা হলে জবাব, ‘‘সত্যি কথা বলতে, আমাদের মিডল-অর্ডারে সমস্যা নিয়ে এখনও কিছু ভাবিনি। সেখানে নিজের জায়গা পাকা করা নিয়েও নয়। এশিয়া কাপ আমার কাছে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ মাত্র। তা ছাড়া এ সব নিয়ে ভেবে নিজেকে চাপেও ফেলতে চাই না।’’

Advertisement

মহড়া: দুবাইয়ে ভারতীয় দলের নেটে এশিয়া কাপের জন্য অস্ত্রে শান দিচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি। রবিবার। ছবি: টুইটার।

রায়ডুর বয়স এখন বত্রিশ। চোট থাকায় মাঝখানে বেশ কিছুদিন তিনি সে ভাবে খেলতে পারেননি। বিশ্বকাপ নিয়ে তাঁর আরও প্রতিক্রিয়া, ‘‘আমার মনে হয় না কেউ এখনই বিশ্বকাপ নিয়ে চিন্তা করছে বলে। এখানে আমরা এশিয়া কাপ খেলতে এসেছি। সেটা নিয়েই সবাই ভাবছি, বিশ্বকাপ নিয়ে নয়।’’

আগামী মঙ্গলবারই এশিয়া কাপে ভারতের প্রথম খেলা হংকংয়ের সঙ্গে। ঠিক তার পরের দিনই ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। পরপর দু’দিন খেলা। পাকিস্তান ম্যাচে তার প্রভাব পড়বে কি না জানতে চাওয়া হলে রায়ডুর জবাব, ‘‘আমার মনে হয় না এটার জন্য কোনও অসুবিধা হবে। এমনিতে পরপর দু’দিন খেলা অবশ্যই কঠিন। কিন্তু আমি নিশ্চিত পাকিস্তান ম্যাচে ভারতীয় দল তরতাজা হয়েই খেলতে নামবে।’’

রায়ডু স্বীকার করেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে সুযোগ না পেয়ে তিনি হতাশ হয়েছিলেন। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে গত বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দারুণ সাফল্য পাওয়ার পরেও। ‘‘অবশ্যই ইংল্যান্ডে সুযোগ না পেয়ে আমি হতাশ হয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত এশিয়া কাপে দলে ফিরে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়ে খুশি। এমনিতে এ বার আইপিএলে আমি ভাল খেলেছি। আমার সব সময়ই মনে হয় যে নিজেকে সুস্থ রাখতে পারলে বয়সটা কোনও সমস্যা হয় না,’’ বলেছেন রায়ডু। প্রসঙ্গত, দ্বিতীয় চেষ্টায় ফিটনেস পরীক্ষায় সফল হয়ে রায়ডু ভারত ‘এ’ দলে সুযোগ পেয়ে সম্প্রতি চার দলীয় সিরিজে খেলেছেন। সেখানে অস্ট্রেলিয়া ‘এ’ এবং দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধেও সফল রায়ডু। অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে বেঙ্গালুরুর ম্যাচে রান উঠেছিল সামান্যই। সেখানে রায়ডু ৬২ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন। সঙ্গে আলুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেও রান পান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement