গল্ফ খেলছেন ধোনি। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।
জুলাইয়ে শেষ বার জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে। ওল্ড ট্র্যাফোর্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনাল এখনও পর্যন্ত তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। ক্রিকেট নয়, মহেন্দ্র সিংহ ধোনিকে এ বার দেখা গেল গলফে।
ক্রিকেটপ্রেমীরা অবশ্য গল্ফে নয়, বাইশ গজে দেখতে চাইছেন ধোনিকে। বিশ্বকাপের পর দুই মাস বিশ্রাম নিয়েছিলেন তিনি। এই সময়ে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। সদ্য ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বিরাট কোহালির দল। ধোনি খেলছেন না, খেলার ব্যাপারে কোনও কথা বলছেন না বলেই জল্পনা বাড়ছে। শোনা যাচ্ছে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেও খেলবেন না ধোনি।
আরও পড়ুন: কোহালির অনুকরণ নয়, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড মহম্মদ হাফিজ