যে কোনও সময়ে ম্যাচের রং বদলে দিতে পারেন ধোনি। —ফাইল চিত্র।
মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে জল্পনা চলছেই। করোনাভাইরাসের জন্য আইপিএল-এর বল গড়াবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আর মেগা টুর্নামেন্ট না হলে ধোনির কী হবে, তা নিয়ে চর্চা চলছে সর্বত্র।
এ রকম আবহে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মাইকেল হাসি বলছেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেস এখনও রয়েছে ধোনির। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত তো নিতে হবে ধোনিকেই।’’
ঠিকঠাক সময়ে এ বারের আইপিএল শুরু হলে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ হিসাবে বেঞ্চে বসতেন হাসি। ধোনির প্রশংসা করে প্রাক্তন অজি তারকা বলছেন, ‘‘ধোনি চিরকালই খুব হিসেবি। আমি সব সময়েই দ্রুত ম্যাচ শেষ করতে চাইতাম। কিন্তু ধোনি তা চাইত না। ও যে সব যুক্তি দেখাতো, তাতেই প্রমাণ হতো, ম্যাচ নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা ও আগে থেকেই করে রেখেছে।’’
আরও পড়ুন: ‘আমার সাফল্যে বড় অবদান আক্রম-জাহিরের’
খুব সামনে থেকে ধোনিকে দেখার পরে হাসির উপলব্ধি, ‘‘এমএস-এর মতো কাউকে দেখেছি বলে মনে করতে পারছি না। ও যেমন হিসেব করে খেলতে পারে তেমনই দারুণ শক্তিশালী। ম্যাচের কোন সময়ে ছক্কা মারতে হবে, তা ধোনির জানা। এ রকম ক্ষমতা অনেকেরই নেই। আমারও ছিল না।’’