ফাইল চিত্র
মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই অভিষেক হয়েছিল তাঁর। এই মুহূর্তে বিরাট কোহালির নেতৃত্বাধীন ভারতীয় দলের অন্যতম ওপেনার তিনি। তবুও দু’জনের মধ্যে সেরা অধিনায়ক ও সেরা ব্যাটসম্যান বেছে নিতে দ্বিধাবোধ করেননি শিখর ধওয়ন। ইরফান পাঠানের সঙ্গে ‘ইনস্টাগ্রাম লাইভ চ্যাট’-এ ধওয়ন তাঁর ব্যক্তিগত মতামত স্পষ্ট ভাবেই জানিয়েছেন। এখনও পর্যন্ত ধোনি ও বিরাটের নেতৃত্বে নিয়মিত খেলেছেন ধওয়ন। সেই অভিজ্ঞতা থেকে ধোনিকেই সেরা অধিনায়ক বেছেছেন ভারতীয় ওপেনার। আর পছন্দের সেরা ভারতীয় ব্যাটসম্যান কে জানতে চাওয়া হলে তাঁর বর্তমান অধিনায়কের নামই করেছেন ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’।
‘ইনস্টাগ্রাম লাইভ’-এ র্যাপিড ফায়ার রাউন্ডে ইরফানের প্রশ্ন, ‘‘তোমার বিচারে সেরা ভারতীয় অধিনায়ক কে? যার নেতৃত্বে তুমিও খেলেছ।’’ শিখরের অকপট জবাব, ‘‘এখনও পর্যন্ত ধোনি ও বিরাটের নেতৃত্বে খেলেছি। সেই বিচারে ধোনি ভাইকেই বেছে নিতে হবে।’’ ধোনির তুলনায় কোহালির নেতৃত্বেই বেশি ম্যাচ খেলেছেন ধওয়ন। ধোনি অধিনায়ক থাকাকালীন ১২টি টেস্ট, ৫৬টি ওয়ান ডে ও ২১টি টি-টোয়েন্টি খেলেন ধওয়ন। কোহালির নেতৃত্বে তিনি খেলেন ২১টি টেস্ট, ৬৬টি ওয়ান ডে ও ২৪টি টি-টোয়েন্টি।