কোহালির জন্মদিনে ধোনির বার্তা, ঈশ্বরকে ধন্যবাদ অনুষ্কার

‘রাজা’র জন্মদিনে উচ্ছ্বসিত ক্রিকেট মহল। সোমবার তাঁর তিরিশতম জন্মদিনে অভিনন্দনের বার্তায় ভেসে গেলেন কিং কোহালি। দীপাবলির আগে বিরাট কোহালির জন্মদিন আলোকিত করে তুলল ক্রিকেটপ্রেমীদের হৃদয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ০৩:৫৮
Share:

অনুষ্কার পোস্ট করা ছবি।

‘রাজা’র জন্মদিনে উচ্ছ্বসিত ক্রিকেট মহল। সোমবার তাঁর তিরিশতম জন্মদিনে অভিনন্দনের বার্তায় ভেসে গেলেন কিং কোহালি। দীপাবলির আগে বিরাট কোহালির জন্মদিন আলোকিত করে তুলল ক্রিকেটপ্রেমীদের হৃদয়।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না কোহালি। জন্মদিনে তিনি ছুটি কাটাচ্ছেন স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে।। কোহালির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি টুইটারে পোস্ট করে অনুষ্কা লিখেছেন, ‘‘ওর জন্মের জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’’

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে সতীর্থরা শুভেচ্ছা জানিয়েছেন কোহালিকে। যেখানে ধোনি তুলে ধরেছেন কোহালির আর এক ভালবাসার কথা। যে ভালবাসা হল, ‘পাবজি’ নামক এক মোবাইল গেমস। যেখানে খেলোয়াড় পিস্তল হাতে বিপক্ষকে গুলি করে মারছে। খেলনা পিস্তল হাতে কোহালির ছোটবেলার একটি ছবি দেখিয়ে ধোনি বলেছেন, ‘‘এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে, তুমি পাবজির কত বড় ভক্ত। তুমি এসে মণীশ পাণ্ডেকে একটু খেলাটা শিখিয়ে দিও।’’ কোহালির জন্মদিনের শুভেচ্ছা এসেছে বলিউড থেকেও।

Advertisement

আর কোহালি নিজে কী বলছেন? জন্মদিনে ভক্তদের বিশেষ উপহারও দিলেন তিনি। টুইট করে বললেন, ‘‘প্রতি বছর আমাকে ভালবাসায় ভরিয়ে দেন আপনারা। এ বার আমি কিছু ফিরিয়ে দিতে চাই।’’ নিজের নামাঙ্কিত ‘মোবাইল অ্যাপ’ এ দিন ভক্তদের উপহার দিয়েছেন কোহালি।

প্রাক্তন এবং বর্তমান সতীর্থদের কাছ থেকেও শুভেচ্ছাবার্তা পেয়েছেন কোহালি। সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘‘এই বছরে তোমার জীবন আরও সাফল্য, আরও খুশিতে ভরে উঠুক।’’ বীরেন্দ্র সহবাগ যথারীতি তাঁর নিজস্ব ভঙ্গিমায় টুইট করেছেন, ‘‘এই ধন্তেরাসে আশা করব আরও একটা বছর যেন তোমার কাছে রান্তেরাস হয়ে দাঁড়ায়।’’

বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হওয়ার জন্য এক সময় কোহালির সঙ্গে যাঁর লড়াই ছিল, সেই এ বি ডিভিলিয়ার্সের টুইট, ‘‘তিরিশে পা! শুভ জন্মদিন। আশা করব, এটা একটা বিশেষ দিন হয়ে থাকবে তোমার জন্য।’’ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফেও অভিনন্দন জানানো হয়েছে ভারত অধিনায়ককে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement