Sreesanth

জাতীয় দলের হয়ে এখনও খেলতে পারে ধোনি, বলছেন শ্রীসন্থ

ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালে মিসবা উল হকের ক্যাচ ধরে ভারতকে জয় এনে দিয়েছিলেন শ্রীসন্থ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ৩১ মে ২০২০ ১৬:৫৬
Share:

ধোনি আগের মতোই ফিট, বলছেন শ্রীসন্থ। —ফাইল চিত্র।

সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। কিন্তু তাঁর নেতৃত্বে খেলা শ্রীসন্থ মনে করছেন, ধোনি এখনও জাতীয় দলের হয়ে অনায়াসে খেলে যেতে পারেন।

Advertisement

কারণ ভারতের প্রাক্তন অধিনায়ক এখনও দারুণ ফিট। অনেক জুনিয়র ক্রিকেটারও তাঁর ফিটনেসের কাছাকাছি নেই।

শ্রীসন্থ বলছেন, ‘‘আমি যত দূর জানি, এমএস এখনও দারুণ ফিট। সঞ্জু স্যামসনের থেকেও ফিট ধোনি। ধোনি অনেকটা ডনের মতো। ওকে ধরা শুধু মুশকিলই নয়, অসম্ভব। দেশের হয়ে ও খেলতে এখনও পছন্দই করে। এখনও দেশের হয়ে খেলার মতো রক্তের জোর ওর মধ্যে রয়েছে। ধোনির এখন ৩৮ বছর বয়স। সচিন-সহ আরও কয়েক জন তো ৪০ বছর পর্যন্ত খেলেছে।’’

Advertisement

আরও পড়ুন: তিন মাস জার্মানিতে আটকে, দেশে ফিরেই কোয়রান্টিনে বিশ্বনাথন আনন্দ​

ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালে মিসবা উল হকের ক্যাচ ধরে ভারতকে জয় এনে দিয়েছিলেন শ্রীসন্থ। চার বছর পরে ধোনির নেতৃত্বেই ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

সেই দলেরও সদস্য ছিলেন কেরলের পেসার। ফলে ধোনিকে তিনি ভালই চেনেন। আর চেনেন বলেই শ্রীসন্থ জোর দিয়ে বলছেন, জাতীয় দলের হয়ে খেলতেই চাইছেন ধোনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement