Mahendra Singh Dhoni

মুকেশের গানে বিদায় ধোনির

আইপিএলে খেলার জন্য চেন্নাইয়ে পৌঁছনোর পরের দিন অকস্মাৎ এই ঘোষণায় ক্রিকেটমহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২০ ০৪:৪৮
Share:

বিদায়: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা ধোনির।

যেন ঠিক সেই ‘ফিনিশার’। বরাবর শেষটাই যে তাঁর সব চেয়ে চমকের। সব চেয়ে নাটকীয়। সব চেয়ে বেশি করে মনে গেঁথে থাকার মতো!

Advertisement

নিজস্ব সেই ‘মাহি’ ভঙ্গিতেই নিঃশব্দে অবসর ঘোষণা করে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। টেস্ট থেকে অনেক আগেই সরে দাঁড়িয়েছিলেন।

এ বার থেমে গেল নীল জার্সিতে যাত্রাও। থাকছে শুধু আইপিএলের হলুদ চেন্নাই জার্সি। এসেছিলেন ব্যাট হাতে ঝড় তুলে। বিদায় নিলেন মুকেশের গান শুনিয়ে।

Advertisement

আরও পড়ুন: করোনাতেই কি কাড়ল ধোনির স্টাম্প, চর্চা শুরু ক্রিকেটমহলে​

গত বছর বিশ্বকাপ সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সেই হেরে যাওয়া ম্যাচ আর রবীন্দ্র জাডেজাকে নিয়ে তাঁর অনমনীয় লড়াই— সেটাই দেশের জার্সিতে শেষ দৃশ্য হয়ে থাকল। ৭২ বলে ৫০ করে মার্টিন গাপ্টিলের রকেট থ্রোয়ে চোখের জলে বিদায় নিতে হয় ধোনিকে। খড়্গপুরের টিকিট কালেক্টর থেকে ক্রিকেটার হওয়ার দুঃসাহসিক অভিযান শুরু করা, ঝাঁকড়া চুলের রাঁচীর দামাল তরুণ হিসেবে বিশ্ব মঞ্চে আগমন, ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে ভারতকে টি-টোয়েন্টি এবং পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া। আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে তিন বার ট্রফি জয়। ছোট শহর থেকে এসে ভারত অধিনায়ক হিসেবে তাঁর সাফল্য এক চিরন্তন রূপকথা।

আইপিএলে খেলার জন্য চেন্নাইয়ে পৌঁছনোর পরের দিন অকস্মাৎ এই ঘোষণায় ক্রিকেটমহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই ভেবেছিলেন, আইপিএল-কে মঞ্চ করে ভারতীয় দলের হয়ে ফের খেলার দাবি জোরালো করে তুলতে পারেন ধোনি। তা হলে হঠাৎ বিদায় নিলেন কেন? টেস্ট থেকে সরে দাঁড়িয়ে ওয়ান ডে কেরিয়ারকে দীর্ঘায়িত করেছিলেন। এ বার একই ভাবে কি দেশের জার্সি ছেড়ে আইপিএল জীবন বাড়িয়ে নিতে পারবেন? এ বারের আইপিএলে তো তাঁকে দেখা যাবেই, সিএসকে কর্তারা বলেওছেন, আরও তিন বছর ধোনিকেই ক্যাপ্টেন রাখতে চান তাঁরা। নাকি অন্য কোনও আকর্ষণীয় দ্বিতীয় ইনিংস অপেক্ষা করছে তাঁর জন্য? তিনি মহেন্দ্র সিংহ ধোনি— লোকে ভাবে এক, তিনি করেন আর এক। কে বুঝবে তাঁর মনের কথা!

অবসর ঘোষণা করে ধোনির ইনস্টাগ্রাম পোস্ট। শনিবার।

আরও পড়ুন: জাড্ডু থাকলে ম্যাচ করে নিতাম, সেমিফাইনালে হারের পর কোচকে বলেছিলেন মাহি

অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময়ে এ ভাবেই নিঃশব্দে সরে দাঁড়িয়েছিলেন তিনি। সতীর্থদের এসে নিজের মনের কথা জানান ম্যাচ শেষে মাঠ থেকে ফিরে। তার পরে ভারতীয় বোর্ড ই-মেল মারফত ঘোষণা করে ধোনির অবসরের খবর। এ বার বোর্ডের ই-মেলটাও এল পরে। তিনি ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে জানিয়ে দিলেন অবসরের কথা। ভক্ত, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘‘সারা জীবন ধরে আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আজকের এই ৭টা ২৯ মিনিট থেকে আমাকে অবসৃত বলে ধরে নিতে পারেন!’’

হৃদয়ে: দেশের সর্বকালের সব চেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের এক জন তিনি। সর্বত্র এ ভাবেই মহেন্দ্র সিংহ ধোনিকে বরণ করে নিতেন দর্শকেরা। ফাইল চিত্র।

নেপথ্যে বাজছে মুকেশের ‘ম্যায় পল দো পল কা শায়ের হুঁ, পল দো পল মেরি কহানি হ্যায়’। তাঁর ক্রিকেট জীবনের কিছু উল্লেখযোগ্য মূহূর্তের ছবি দেখানো হচ্ছে আর নেপথ্যে বাজছে জনপ্রিয় সেই গান।

সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহালি, আবেগের বিদায় জানাতে থাকেন প্রিয় মাহিকে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, যাঁর অধিনায়কত্বে আবির্ভাব ধোনির, বিবৃতিতে বলেন, ‘‘একটা যুগ শেষ হয়ে গেল। ভারতীয় ক্রিকেট তোমাকে চিরকাল মনে রাখবে।’’ ভক্তদের মধ্যে অধিকাংশই অনুরোধ জানাতে থাকেন, ‘‘স্যর যাবেন না।’’ এক জন লেখেন, ‘‘আপনার জন্য মাঠে আসতাম। আর মাঠে যাওয়ার তাগিদই থাকল না!’’

মুকেশের গান বাজতে থাকে। চিরকাল আবেগকে দমন করে রাখা এক কিংবদন্তি বিদায়বেলায় এমন এক আবেগে ভাসানো ভিডিয়ো দিলেন, ধোনি-ভক্ত নন এমন ব্যক্তিদেরও চোখে জল এসে গেল!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement