India

Englnad vs India: ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলীদের ফল কী হবে, জানালেন এই ইংরেজ স্পিনার

সিরিজ শুরু হওয়ার আগে ভবিষ্যদ্বাণী করলেন এই বাঁহাতি স্পিনার। জানিয়ে দিলেন আসন্ন সিরিজে ইংল্যান্ডকে ‘চুনকাম’ করবে ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০২১ ১৭:১০
Share:

কয়েক মাস আগে ইংল্যান্ডকে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে হারিয়েছিল বিরাট কোহলীর দল। ফাইল চিত্র

ঘরের মাঠে ইংল্যান্ড যতই শক্তিশালী হোক, আসন্ন টেস্ট সিরিজ ভারত জিতবে। এমনটাই মনে করেন ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ স্পিনার মন্টি পানেসার। তাঁর মতে অগস্ট-সেপ্টেম্বর মাসে বিলেতে গরম পড়ে যায়। ফলে পিচ হয়ে যায় শুকনো। সবাই জানে শুকনো পিচে ভারতের স্পিন বাহিনী কতটা ভয়ঙ্কর হয়ে যায়। তাই জো রুটের দলের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার অনেক আগে ভবিষ্যদ্বাণী করলেন এই বাঁহাতি স্পিনার। জানিয়ে দিলেন আসন্ন সিরিজে ইংল্যান্ডকে ‘চুনকাম’ করবে বিরাট কোহলীর ভারত।

Advertisement

কয়েক মাস আগে ইংল্যান্ডকে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে হারিয়েছিল বিরাট কোহলীর দল। তবে বিলেতে ভারত সেই ২০০৭ সালে শেষ বার টেস্ট সিরিজ জিতেছিল। যদিও মন্টি বেশ জোর দিয়ে বলেন, “গত কয়েক বার ইংল্যান্ড ঘরের মাঠে ভারতকে হারিয়ে দিলেও এ বার কিন্তু পারবে না। কারণ অগস্ট-সেপ্টেম্বর মাসে এখানে গরম পড়ে যায়। ফলে পিচ অনেকটা শুকনো হয়ে যায়। পিচ শুকনো হয়ে ভেঙে গেলে ভারতীয় স্পিনাররা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা সবাই জানি। তাই আমার মতে স্পিনারদের জন্যই ভারত এ বার ইংল্যান্ডকে ৫-০ হারাবে।”

গত অস্ট্রেলিয়া সফরের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ছন্দে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে সঙ্গত দেওয়ার জন্য রয়েছেন রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল এবং তরুণ ওয়াশিংটন সুন্দর। সেই তুলনায় জো রুটের দলের স্পিন আক্রমণ অনেক ভোঁতা। তাছাড়া সেই সময় ইংল্যান্ডের পিচ উপমহাদেশের মতো আচরণ করতে পারে। তাই এমন ভবিষ্যদ্বাণী করলেন মন্টি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement