Mominul Haque

মোমিনুলের সেঞ্চুরি

হাসানের পাঁচ শিকার: রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় দিন ৫৪ রানে পাঁচ উইকেট নেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২১ ০৬:৪০
Share:

—ফাইল চিত্র

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চট্টগ্রামে টেস্টের চতুর্থ দিন দুরন্ত সেঞ্চুরি করলেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। ১৮২ বলে ১১৫ রান করেন তিনি। ৬৯ রান করেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসে ২২৩-৮ স্কোরে ডিক্লেয়ার করে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের রান তিন উইকেট হারিয়ে ১১০। এখনও জিততে ২৮৫ রান করতে হবে। চতুর্থ দিনেও বিপক্ষের তিন উইকেট নেন মেহদি হাসান মিরাজ। তাঁর ঘূর্ণিতে নাজেহাল ক্রেগ ব্রাথওয়েটরা।

Advertisement

হাসানের পাঁচ শিকার: রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় দিন ৫৪ রানে পাঁচ উইকেট নেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলি। তাঁর দাপটে পাকিস্তানের ২৭২ রানের জবাবে ২০১ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১২৯-৬।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement