ধোনির হাতে পড়ে বদলে গিয়েছে ভারতীয় ক্রিকেট। —ফাইল চিত্র।
মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বেই ভারতীয় ক্রিকেটের ছবিটা বদলে যায়। পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক ও অধিনায়ক মইন আলির এমনটাই দাবি।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় দলে ধোনির অভিষেক ঘটেছিল। বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক ম্যাচে রান আউট হয়েছিলেন মাহি। তার পরে দেশের হয়ে ৩৫০টি ওয়ানডে, ৯০টি টেস্ট ম্যাচের পাশাপাশি ৯৮টি টি টোয়েন্টি ম্যাচ খেলেন ধোনি। বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে দেশের হয়ে ক্রিকেট মাঠে আর দেখা যায়নি ধোনিকে। আইপিএল-এর জন্য এখন তৈরি হচ্ছেন তিনি।
মইন বলছেন, ‘‘ভারতীয় ক্রিকেটের ছবিটা বদলে দেওয়ার জন্য আমি ধোনিকেই কৃতিত্ব দেব।’’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে সাবালক হতে শুরু করে ভারতীয় ক্রিকেট। ধোনির নেতৃত্বে তা বটবৃক্ষ হয়ে ওঠে।
আরও পড়ুন: আমরা পারিনি, ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে তোমরা দেখিয়ে দাও, বলছেন মেহেদি
প্রাক্তন পাক উইকেট কিপার বলছেন, ‘‘ধোনির জন্যই ভারতীয় ক্রিকেটের এই দাপট এখন। ভারতীয় ক্রিকেটে এখন দক্ষ ক্রিকেটারের সংখ্যাধিক্য। রিজার্ভ বেঞ্চও শক্তিশালী।” এই কারণেই ভারতীয় ক্রিকেটের এই দৌরাত্ম্য বলে দাবি করেছেন মইন।
আরও পড়ুন: ভক্তদের কাছে জ্ঞান বাঁটছেন ‘দার্শনিক’ সহবাগ, দেখে নিন সত্যি-মিথ্যের ‘ভিরুজ্ঞান’