সমর্থকদের নয়নের মণি ফ্রান গনজালেজ।
জয়ের রাস্তায় ফিরল মোহনবাগান। আগের ম্যাচেই এরিয়ানের কাছে হেরে গিয়েছিলেন বেইতিয়া, ফ্রান গনজালেজরা। রবিবার শুভ ঘোষের গোলে সবুজ-মেরুন হারাল রেনবোকে।
নিউব্যারাকপুরের দলটির দায়িত্ব সদ্য নিয়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার সৌমিক দে। দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় দল নিয়ে নেমে পড়তে হয়েছিল তাঁকে। শুরুর দিকে নিজেদের গোল মুখে মানবপ্রাচীর তৈরি করছিল রেনবো।
তার ফলে গোলের রাস্তা খুঁজে পাচ্ছিল না বাগান। সৌমিক ঠিক নীতিই নিয়েছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল গোল হজম না করা। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। খেলার ৬৫ মিনিটে বেইতিয়ার ফ্রি কিক থেকে গোলটি করেন শুভ। অবশ্য গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল রেনবোও। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে এ দিন হয়তো সৌমিকের দলকে মাথা নীচু করে মাঠ ছাড়তে হত না।
কলকাতা লিগে ভাল জায়গায় নেই রেনবো। এ দিন হেরে যাওয়ায় সাত ম্যাচে ছ’ পয়েন্ট তাদের। অন্য দিকে এ দিন জেতার ফলে কিবু ভিকুনার দল লিগ তালিকায় দু’ নম্বরে পৌঁছে গেল। এক ম্যাচ কম খেলে পিয়ারলেসের পয়েন্টও ১৪। এখনও তারা লিগের শীর্ষে।