স্বাগত: সমর্থকদের পুষ্পবৃষ্টির মধ্যে অনুশীলনে নামছেন কিবু (বাঁ দিকে)। ছবি: সুদীপ্ত ভৌমিক
গোয়ায় দশ দিনের আবাসিক শিবির করছে মোহনবাগান। বহুদিন পরে বাংলার বাইরে প্রাক মরসুম প্রস্তুতি নিতে যাচ্ছে সবুজ-মেরুন বাহিনী। ঠিক হয়েছে, শিল্টন পাল, আজহারউদ্দিন মল্লিকদের নিয়ে ৮ জুলাই, সোমবার মারগাও চলে যাবেন কোচ কিবু ভিকুনা। তার আগেই এসে যাবেন চুক্তিবদ্ধ দুই স্প্যানিশ ফুটবলার ফ্রান মোরান্তা এবং সালভা চামারো। বাকি দুই বিদেশি কবে আসবেন, তা এখনও জানেন না সবুজ-মেরুনের নতুন স্প্যানিশ কোচ। তিনি জানিয়ে দিয়েছেন, কথাবার্তা চলছে।
ইস্টবেঙ্গল কিছু ফুটবলারকে কলকাতা লিগের জন্য বুধবার সই করিয়ে নিলেও তাদের কোচ আলেসান্দ্রো মেনেন্দেস কবে আসবেন, তা কেউ জানেন না। কোথায় আবাসিক শিবির হবে, তাও ঠিক হয়নি। ১০ জুলাই অনুশীলনের কথা জানানো হলেও আলেসান্দ্রোর আসা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তিনি সম্ভবত ১২ জুলাই দেশে জন্মদিন কাটিয়ে আসবেন।
মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে সরকারি ভাবে অনুশীলন শুরুর জন্য রথযাত্রার দিনকেই বেছে নেওয়া হয়েছিল। ফলে প্রচুর সদস্য-সমর্থক এসেছিলেন ক্লাবের মাঠে। কিবু এবং ফুটবলাররা নামার সময় তাঁদের দিকে ফুল ছুড়ে দিয়ে অভ্যর্থনা জানান বিভিন্ন ফ্যান ক্লাবের সদস্যরা। ছিল প্রচুর প্ল্যাকার্ড এবং পতাকা। যা দেখে আপ্লুত বারো বছর পোলান্ডে কোচিং করিয়ে আসা কিবু। বলে দিলেন, ‘‘সমর্থকদের এই উদ্দীপনা পুরো দলকে উজ্জীবিত করবে। দারুণ অনুভূতি। আমাকে একটু সময় দিতে হবে সব গুছিয়ে নিতে।’’ মোট ২৮ জন ফুটবলার এসেছিলেন প্রথম দিনের অনুশীলনে। তার মধ্যে ছয় জন জুনিয়র দলের। কলকাতা লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলেও স্প্যানিশ কোচ, এটা কি বাড়তি চাপে রাখবে তাঁকে? কিবু বলে দেন, ‘‘আমি নিজের দলকে নিয়েই ভাবছি। অন্য কাউকে নিয়ে নয়।’’
এ দিকে দিল্লিতে ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেলের কাছে সুপার কাপ বন্ধ করার দাবি জানিয়েছে আই লিগের ক্লাবগুলি। আই লিগ জোটের ক্লাবগুলির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, সুপার কাপ বন্ধ করে রোভার্স কাপ, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড, বরদলৈ ট্রফিকে ভাল ভাবে করা হোক।
আই লিগের ক্লাবগুলির পক্ষ থেকে টিভি সম্প্রচার-সহ লিগ কমিটি দশ দফা প্রস্তাব দেওয়া হয়েছে। যা ৯ জুলাই কর্মসমিতির সভায় আলোচনা হবে। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে আই লিগ কর্তাদের দাবি সত্ত্বেও আইএসএলকেই সর্বোচ্চ লিগ করতে চলেছে ফেডারেশন। আইএসএলের চ্যাম্পিয়ন দলই খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ।