Calcutta Football League

কলকাতা লিগেও নতুন নামে মোহনবাগান

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২০ ০৬:১২
Share:

ফাইল চিত্র

এটিকে-র সঙ্গে সংযুক্তিকরণের পরে কলকাতা লিগে মোহনবাগান কী নামে খেলবে তা নিয়ে চর্চা শুরু হয়েছিল। কারণ, আইএফএ-তে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব নামে নথিভুক্ত ছিল তারা। দ্বিতীয়ত, কলকাতা লিগে এটিকে-র নিজস্ব দলও ছিল। অবশেষে জল্পনার অবসান। এ বার থেকে এটিকে-মোহনবাগান নামেই সব প্রতিযোগিতায় খেলবে তারা।

Advertisement

নতুন নাম নথিভুক্ত করার জন্য ইতিমধ্যেই বাংলার ফুটবল নিয়ামক সংস্থায় চিঠি দিয়েছে এটিকে-মোহনবাগান। এ ক্ষেত্রে নিয়ম হচ্ছে, গভর্নিং বডির সভা ডেকে অনুমোদন নিতে হয়। কিন্তু করোনার কারণে, তা হচ্ছে না। গভর্নিং বডির সদস্যেরা তাঁদের মতামত ই-মেল করে আইএফএ সচিবকে পাঠিয়ে দেবেন।

এটিকে-মোহনবাগান নথিভুক্ত করার প্রক্রিয়ার মধ্যেই ফুটবলের প্রসারে জার্মানির একটি অ্যাকাডেমি এবং নরওয়ের একটি ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে আইএফএ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement