Football

মোহনবাগানে উৎসব

১৯ ও ২০ অক্টোবর সন্ধে সাড়ে ছ’টা থেকে রাত দশটা পর্যন্ত হাওড়া ব্রিজ় আলোকিত হবে সবুজ-মেরুন আলোয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ০৫:০৮
Share:

উন্মাদনা: উৎসবের জন্য প্রস্তুতি মোহনবাগান মাঠে। ছবি: সুদীপ্ত ভৌমিক

দুর্গোৎসবের আগেই শুরু হয়ে গেল মোহনবাগান-উৎসব! শুক্রবার আই লিগের প্রতীকী ট্রফি ও পতাকা নিয়ে মোহনবাগান মাঠে হাজির হয়েছিলেন সবুজ-মেরুন সমর্থকেরা।

Advertisement

মূল অনুষ্ঠান অবশ্য রবিবার সকালে। বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে আই লিগের ট্রফি তুলে দেওয়া হবে মোহনবাগানকে। তার পরে শোভাযাত্রা করে শহরের বিভিন্ন জায়গা ঘুরে ট্রফি নিয়ে যাওয়া হবে ময়দানের ক্লাব তাঁবুতে। শুধু তাই নয়। ১৯ ও ২০ অক্টোবর সন্ধে সাড়ে ছ’টা থেকে রাত দশটা পর্যন্ত হাওড়া ব্রিজ় আলোকিত হবে সবুজ-মেরুন আলোয়।

এ দিকে, শুক্রবারই গোয়া পৌঁছে গেল এসসি ইস্টবেঙ্গল। তবে করোনায় আক্রান্ত হওয়ায় বিকাশ জাইরু দলে যোগ দেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement