বিমানে ব্যাগ নিয়ে কী কী নিয়ম আছে জানেন কি? ছবি:ফ্রিপিক।
বছরশেষে বা নতুন বছরে বেড়াতে যাবেন? বিমানের ‘ব্যাগেজ’ সংক্রান্ত নতুন নিয়ম জেনেছেন কি? বিমানে যাত্রীপিছু একটি ব্যাগ নিয়েই ওঠা যাবে জানিয়েছিল ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএওএস)। এ বার এই নিয়ম আরও কড়া হতে চলেছে। মূলত, আন্তঃরাজ্য উড়ানের জন্য এই নিয়ম চালু ছিল। তবে এ বার আন্তর্জাতিক বিমানেও একই নিয়ম চালু হয়েছে।
বিমানের যাত্রীদের কাছে দুই ধরনের ব্যাগ থাকে। যেগুলি আকারে বড়, ওজনে ভারী, সেগুলি স্ক্যান করে বিমান পরিবহণ সংস্থার মারফত বিমানের পেটে ঢুকিয়ে দেওয়া হয়। আর যে ব্যাগ যাত্রী নিয়ে বিমানে ওঠেন, তাকেই বলা হয় ‘ব্যাগেজ’। নিয়মকানুন এই ব্যাগেজ সংক্রান্ত বিষয়েই। এত দিন মহিলাদের সঙ্গে থাকা হাতব্যাগ আলাদা করে এই তালিকায় ধরা হত না। কিন্তু এখনও সেই নিয়মেও কড়াকড়ি হচ্ছে।
জানা গিয়েছে, নিরাপত্তা এবং ব্যাগ পরীক্ষা-নিরীক্ষার সময় কমাতেই এই ধরনের নিয়ম চালু করার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এতে বিমানে ওঠার সময় যাত্রীদের একাধিক ব্যাগ পরীক্ষার জন্য সময় বাঁচবে।
ব্যাগ নিয়ে কী নিয়ম বিমানে?
১. এক যাত্রী, এক ব্যাগ নীতি অনুসরণ করা হবে। হাতের বা কেবিন ব্যাগ, (বিমানে বসার জায়গার উপরের স্থান কেবিন) যাত্রীপিছু একটি ব্যাগই রাখা যাবে। তার ওজন হতে পারে সর্বোচ্চ ৭ কেজি।
২. কেবিন ব্যাগ উচ্চতায় ৫৫ সেন্টিমিটারের বেশি হবে না। দৈর্ঘ্যে ৪০ সেন্টিমিটার এবং প্রস্থ ২০ সেন্টিমিটারের মধ্যে হতে হবে। সমস্ত বিমান পরিবহণ সংস্থার জন্যই একই নিয়ম প্রযোজ্য।
৩. ব্যাগে থাকা জিনিসপত্রের ওজন ৭ কেজির বেশি হলে বা ব্যাগের আকার নির্দিষ্ট পরিমাপের চেয়ে বড় হলে অতিরিক্ত টাকা দিতে হবে।
৪. ২০২৪ সালের ২ মে-র আগে যদি কেউ টিকিট কেটে থাকেন, তা হলে তাঁদের জন্য নিয়ম খানিক আলাদা। ইকোনমি ক্লাসের জন্য ব্যাগের সর্বাধিক ওজন ৮ কেজি, প্রিমিয়াম ইকোনমির জন্য ১০ কেজি এবং বিজ়নেস ক্লাসের জন্য ১২ কেজি ধার্য থাকছে। তার পরে টিকিট কাটলে ইকোনমি এবং প্রিমিয়াম ইকোনমির জন্য সঙ্গে থাকা ব্যাগের সর্বাধিক ওজন ৭ কেজি এবং বিজ়নেস ক্লাসের জন্য তা হবে ১০ কেজি।