সঞ্জয়ের পদত্যাগে বিস্ফোরক ক্লাব সচিব

ফোন পেয়ে আপ্লুত সঞ্জয় বলে দেন, ‘‘মোহনবাগান যদি আমাকে ছাড়া এ বার আই লিগ চ্যাম্পিয়ন হয় আমি সবথেকে খুশি হব। পরিস্থিতি খারাপ হচ্ছিল দেখেই ছেড়ে দিয়েছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ০৪:০৫
Share:

মোহনবাগান ক্লাব সচিব অঞ্জন মিত্র।

পদত্যাগী কোচ সঞ্জয় সেনকে ফোন করে মঙ্গলবারের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন ক্লাব সচিব অঞ্জন মিত্র। বললেন, ‘‘যে পরিস্থিতিতে আপনি কোচের পদ ছেড়ে দিলেন সে জন্য ক্লাবের পক্ষ থেকে দুঃপ্রকাশ করছি। আমি সে দিন মাঠে থাকলে এ সব হত না। টিমের প্রয়োজন হলে আবার আপনাকে আমাদের কোচ হয়ে কিন্তু আসতে হবে।’’ ফোন পেয়ে আপ্লুত সঞ্জয় বলে দেন, ‘‘মোহনবাগান যদি আমাকে ছাড়া এ বার আই লিগ চ্যাম্পিয়ন হয় আমি সবথেকে খুশি হব। পরিস্থিতি খারাপ হচ্ছিল দেখেই ছেড়ে দিয়েছি।’’

Advertisement

ফোন করার পাশাপাশি তেরো বছর পর ক্লাবকে আই লিগ ও ফেড কাপ দেওয়া কোচের পাশে দাঁড়িয়ে বৃহস্পতিবার মোহনবাগান সচিবের বিস্ফোরক মন্তব্য ‘‘কোচকে পদত্যাগে বাধ্য করানোর জন্য ক্লাবের ভিতর থেকেই বিক্ষোভ সংগঠিত হয়েছিল। এবং সেটা করেছিল একজন বড় মাথা। সদস্য গ্যালারি থেকে কারা থুতু দিয়েছিল, ইট ছুড়েছিল খুঁজে বের করতে বলেছি। তাদের সদস্যপদ বাতিল হবে। কোনও কর্তার হাত ধরলেও সে পার পাবে না।’’

ক্লাব সচিবের চমকপ্রদ মন্তব্যের পর চিফ কোচের দায়িত্ব নেওয়া শঙ্করলাল চক্রবর্তীও প্রথম সাংবাদিক সম্মেলনে এসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বসলেন। বলে দিলেন, ‘‘মরসুম শুরুর প্রথম দিন থেকেই চিফ কোচ হওয়ার মানসিক প্রস্তুতি ছিল আমার। দল চালাতে কোনও অসুবিধা হবে না। শুধু টিমটার অত্মবিশ্বাস ফেরাতে হবে।’’ সঞ্জয়ের দীর্ঘদিনের সহকারি হঠাৎ এই কথা বলে দেওয়ায় প্রশ্ন উঠেছে, তা হলে কী অনেক আগেই সঞ্জয়কে তাড়ানোর চিত্রনাট্য তৈরি হয়ে ছিল।

Advertisement

সঞ্জয় সেনের পদত্যাগের পর এ দিনই ছিল আনসুমানা ক্রোমাদের প্রথম অনুশীলন। রবিবারই ফের আই লিগের ম্যাচ গতবারের চ্যাম্পিয়ন আইজল এফ সি-র সঙ্গে। এবং সেটা নতুন কোচের কাছে অগ্নিপরীক্ষা। ফলে শঙ্করের হাতে সময় নেই। সনি নর্দে ছাড়া প্রায় সবাই অনুশীলন করেন এ দিন। হাঁটুর ব্যথায় কাবু হাইতি মিডিওকে সম্ভবত ডার্বির আগে পাওয়া যাবে না। জানা গিয়েছে, ১০ জানুয়ারি মিনার্ভা পঞ্জাব ম্যাচেও সনি অনিশ্চিত। তবে নতুন আসা বিদেশি ক্যামেরন ওয়াটসনকে সই করিয়ে নেওয়া হচ্ছে খেলানোর জন্য। নতুন কোচ শঙ্করলাল এ দিন অনুশীলনে নামার আগে ফোন করেছিলেন সঞ্জয়কে। বিদায়ী কোচ তাঁকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। সনিদের এখনকার কোচ অনুশীলনের পর বললেন, ‘‘সঞ্জয়দার চলে যাওয়া থেকে শিক্ষা নিয়েছি সাফল্য না পেলে কী হতে পারে। চেষ্টা করব টিমকে জয়ে ফেরানোর।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement