Mohun Bagan

ডিকাকে আটকে জয়ের অঙ্ক কষে রেখেছেন কিবু

গড়চায় বেড়ে ওঠা  ইয়ান বলছিলেন, ‘‘চারটে ম্যাচ রক্ষণের ভুলে ড্র না হলে শীর্ষেই থাকতাম।’’

Advertisement

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ০৪:২১
Share:

মহড়া: শনিবার অনু‌শীলনের ফাঁকে মোরান্তে এবং বেইতিয়া। নিজস্ব চিত্র

আই লিগে শেষ নয় ম্যাচে অপরাজিত। প্রথম পর্বে লিগ শীর্ষে থাকা মোহনবাগানের বিরুদ্ধে দিপান্দা ডিকার দুর্দান্ত গোলে এগিয়েও ড্র করেছিল সেই পঞ্জাব এফসি। শনিবার সকালে মোহনবাগান তাঁবুতে সাংবাদিক সম্মেলন করতে এসে কলকাতার ভূমিপুত্র ও পঞ্জাব কোচ ইয়ানের তাই আফসোস যাচ্ছিল না। গড়চায় বেড়ে ওঠা ইয়ান বলছিলেন, ‘‘চারটে ম্যাচ রক্ষণের ভুলে ড্র না হলে শীর্ষেই থাকতাম।’’

Advertisement

১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আই লিগের শীর্ষে রয়েছে মোহনবাগান। সমসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পঞ্জাব। রবিবার কল্যাণীতে কিবু ভিকুনার দলকে হারিয়ে খেতাব-দ্বৈরথে এগোতে মরিয়া পঞ্জাব। যে দলে ডিকা, কিংসলে, সঞ্জু প্রধান, নির্মল ছেত্রী, কেভিন লোবোর মতো কলকাতা ফেরতরা গিজগিজ করছেন। ইয়ান বলেন, ‘‘হারলে মোহনবাগান নয় পয়েন্টে এগিয়ে যাবে। খেতাবের দৌড়ে থাকতে গেলে জিততেই হবে।’’

বিপক্ষ কোচের এই মন্তব্য শুনে হাসেন মোহনবাগানের স্পেনীয় কোচ কিবু। বলেন, ‘‘যে দলই জিতুক এখনও ১০ ম্যাচ বাকি। অনেক উত্থান-পতন হবে। লিগের লড়াই এ বার বেশ কঠিন।’’ শনিবারের মেঘলা বিকেলে বেইতিয়া, শেখ সাহিলদের ফুরফুরে মেজাজে রাখতে শুরুতে মজাদার সব অনুশীলন করালেন মোহনবাগান কোচ! ফ্রান গঞ্জালেসরা বল নিয়ে দৌড়ানোর সময়ে আর একটি বল দুই হাতে দিয়ে শরীরের চারপাশে চক্রাকারে ঘোরাতে হচ্ছিল। কখনও বা দুই হাতে দু’টি বল দেওয়া হচ্ছিল ছোটার সময়ে।

Advertisement

কিবু জানেন ডিকার কথা। শিকারি বাঘের মতো বক্সের চারপাশে ঘুরঘুর করেন। সুযোগ পেলেই গোল করে যান লিগে আট গোল করে আপাতত সর্বোচ্চ গোলদাতা ডিকা। তাঁকে নির্বিষ করতে জ়োনাল মার্কিংয়েই ভরসা রাখছেন কিবু। এ দিন অনুশীলন দেখে তেমনই মনে হল। মোহনবাগান কোচ বলে দেন, ‘‘ও গোলের পর গোল করছে। ডিকার উপর কড়া নজর থাকবে। ওকে রোখার অঙ্ক তৈরি আছে আমার।’’ পাশাপাশি দ্রুত প্রতি-আক্রমণ শানিয়েও গোলের দরজা খুলে ফেলার ও বিপক্ষ বল পেলে পাল্টা তাড়া করার মহড়া এ দিন জোরকদমে হল সবুজ-মেরুন শিবিরের অনুশীলনে। পঞ্জাব শিবিরের মুখে আবার হাসি ফুটিয়েছে ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস মাঠের বাইরে থাকায়। যে প্রসঙ্গে তাদের স্ট্রাইকার গিরিক খোসলা বলছেন, ‘‘তার মানে ফ্রান গঞ্জালেস ফের রক্ষণে। বেইতিয়া একটু নিচে নেমে খেলবে। ওর নিখুঁত পাস কম আসবে আমাদের রক্ষণে।’’ জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন বেইতিয়াও। বলেন, ‘‘সব জায়গায় খেলতে পারি। আর পাপা জিয়োহারাও কিন্তু বল পেলেই গোল করবে। তার উপর ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে খেলব। এর চেয়ে বড় সুযোগ হয় না।’’

পঞ্জাব কোচ বলছেন, ‘‘নিজেকে প্রমাণ করতে চাই। কলকাতার বড় ক্লাবে কোচিং করানোর স্বপ্ন দেখি। তাই মোহনবাগানকে হারানো জরুরি। আর লিগ জিতলে ট্রফিটা তো কলকাতাতেই আসবে।’’ যা শুনে গঞ্জালেসের উত্তর, ‘‘ওদের গোল করার লোক থাকতে পারে। কিন্তু আমাদের ওদের চেয়েও দুর্দান্ত ফুটবলার আছে ম্যাচ বার করার। ম্যাচটা জিতব আমরাই।’’

রবিবারে আই লিগ: মোহনবাগান বনাম পঞ্জাব এফসি (কল্যাণী, বিকেল ৫টা)। সরাসরি ডি স্পোর্টস চ্যানেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement