Football

ফুটবল নয়, টয়লেট পেপার নিয়ে বেইতিয়ার এই জাগলিং দেখেছেন?

এ রকম পরিস্থিতিতেও ফুটবল ছেড়ে দূরে থাকতে পারছেন না মোহনবাগানের তারকা ফুটবলার হোসেবা বেইতিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ১৬:২৩
Share:

বেইতিয়ার জাগলিং। —নিজস্ব ছবি।

করোনা-আতঙ্কে স্তব্ধ কলকাতা ময়দান। স্থগিত করা হয়েছে আই লিগ। দুই প্রধানের অনুশীলনও বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement

এ রকম পরিস্থিতিতেও ফুটবল ছেড়ে দূরে থাকতে পারছেন না মোহনবাগানের তারকা ফুটবলার হোসেবা বেইতিয়া। কিন্তু ঘরে ফুটবল খেলাটা তো সমস্যার। তাই একটা টয়লেট পেপার রোল করে সেটাকেই ফুটবল বানিয়ে জাগলিং করছেন বাগানের মাঝমাঠের ভরসা।

চার ম্যাচ বাকি থাকতেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মোহনবাগান। সবুজ-মেরুনের এই সাফল্যের পিছনে বড় ভূমিকা ছিল স্পেনীয় মিডফিল্ডারের। ঠিকানা লেখা পাস বাড়াতে দক্ষ তিনি।

Advertisement

আরও পড়ুন: তাঁর পছন্দের ভারতীয় ক্রিকেটার কে? মিয়াঁদাদ বললেন...

বলের উপরে দারুণ নিয়ন্ত্রণ বেইতিয়ার। সেটা আগেই দেখা গিয়েছিল মাঠে। এ বার ‘টয়লেট পেপার চ্যালেঞ্জ’-এও তাই দেখা গেল। রোল করা টয়লেট পেপার খুব সহজেই বেইতিয়া নাচালেন খালি পায়ে। শট মারার আগে দশ বার তা নাচান তিনি।

আরও পড়ুন: এ বার বিতর্ক করোনা আতঙ্কে পিছিয়ে যাওয়া ইউরো কাপের নাম নিয়েও

বিদেশের মহাতারকা ফুটবলাররা ঘরবন্দি অবস্থায় রোল করা টয়লেট পেপার পায়ে নাচাচ্ছেন। তার পরে তাঁরা আবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অন্য কাউকে। বেইতিয়া বলছেন, “এক বন্ধু আমাকে চ্যালেঞ্জ করেছিল। সেই চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement