লিগে পিছিয়ে যাচ্ছে কিবুর দল। — ফাইল চিত্র।
এরিয়ান— ২ মোহনবাগান— ১
এরিয়ানের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান কোচ কিবু ভিকুনা বলেছিলেন, মোহনবাগানই আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। ঠিকই বলেছিলেন সবুজ-মেরুনের স্পেনীয় কোচ। আসলে তিনি বলতে চেয়েছিলেন, তাঁরাই পারেন মোহনবাগানকে ডোবাতে। আবার তাঁর ছেলেরাই পারেন সবুজ-মেরুনকে জেতাতে।
ডার্বি ম্যাচের পরে বেইতিয়াও একই কথা বলেছিলেন। বৃহস্পতিবার অন্য ছবি কল্যাণীতে। এ দিন এরিয়ান ২-১ হারিয়ে দিল মোহনবাগানকে। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে একাধিক বার গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল সবুজ-মেরুন শিবির। কখনও সালবা চামোরো আবার কখনও ভিপি সুহের গোলের সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে তিনটি গোল হয়। ৬৩ মিনিটে কুটির পাস থেকে এমা গোল করে এগিয়ে দেন এরিয়ানকে।
৮০ মিনিটে সন্দীপ ওঁরাও দ্বিতীয় গোলটি করেন এরিয়ানের হয়ে। মোহনাবাগান ব্যবধান কমায় খেলার শেষ লগ্নে। ৮৯ মিনিটে শুভ ঘোষ হেড থেকে গোলটি করেন। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কল্যাণীতে হেরে যাওয়ায় কিবুর দল এখন পাঁচ নম্বরে। ৭ ম্যাচে ১১ পয়েন্ট বেইতিয়াদের। পিয়ারলেস এখন লিগ তালিকায় শীর্ষে। ভবানীপুর দু’নম্বরে। ইস্টবেঙ্গল তিন নম্বরে।