Mohammedan SC

মহমেডান অপরাজিতই

যুবভারতীতে খেলা দেখার অনুমতি না থাকলেও ভিআইপি প্রবেশদ্বারের সামনে বাজনা-সহ ভিড় করেছিলেন  মহমেডান সমর্থকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২০ ০৫:৪০
Share:

প্রতীকী ছবি।

ভবানীপুরকে হারিয়ে আই লিগের মূলপর্বে আগেই উঠে গিয়েছিল মহমেডান স্পোর্টিং। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নিয়মরক্ষার ম্যাচে বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে জয় অধরাই থেকে গেল উইলিস প্লাজ়াদের। চার ম্যাচে মহমেডানের পয়েন্ট ১০। ম্যাচের পরে যুবভারতীতে মহমেডান অধিনায়ক প্রিয়ন্ত সিংহের হাতে ট্রফি তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Advertisement

যুবভারতীতে খেলা দেখার অনুমতি না থাকলেও ভিআইপি প্রবেশদ্বারের সামনে বাজনা-সহ ভিড় করেছিলেন মহমেডান সমর্থকেরা। স্টেডিয়াম থেকে পুরো দলকেই হুডখোলা গাড়িতে নিয়ে যাওয়া হয় ময়দানের ক্লাব তাঁবুতে। করোনা নিয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই বিজয় মিছিলে শামিল হন সমর্থকেরা। আরা এফসি-কে ২-০ হারাল ভবানীপুর। গোল করেন জিতেন মুর্মু ও সুপ্রিয় পণ্ডিত।

আই লিগ বাছাই পর্ব বেঙ্গালুরু ইউনাইটেড ০ • মহমেডান ০ আরা এফসি ০ • ভবানীপুর ২

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement