Mohammedan Sporting

CFL 2021: কলকাতা লিগের ফাইনালে মহমেডান, ৪০ বছর পর লিগ জয়ের হাতছানি

পেনাল্টি থেকে গোল করেন মার্কোস জোসেফ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১৮:৪৯
Share:

গোল করলেন মার্কোস জোসেফ আইএফএ

কলকাতা লিগের সেমিফাইনালে ইউনাইটেড স্পোর্টসকে এক গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মহমেডান। সপ্তমীর দুপুরে কল্যাণীর দর্শকশূন্য মাঠে জিতল মহমেডান। ফাইনালে রেলওয়ে এফসি-র মুখোমুখি হবে তারা। ১৯৮১ সালের পর ফের কলকাতা লিগ জয়ের হাতছানি সাদা-কালো শিবিরের সামনে।

Advertisement

ম্যাচের ৪০ মিনিটে আজাহারউদ্দিন মল্লিককে বক্সের মধ্যে ফাউল করেন ইউনাইটেডের তন্ময় ঘোষ। পেনাল্টি পায় মহমেডান। গোল করেন মার্কোস জোসেফ। আক্রমণ, প্রতি আক্রমণে দ্বিতীয় সেমিফাইনাল বেশ জমে উঠেছিল। সুযোগ নষ্টের খেসারত দিতে হল ইউনাইটেডকে। সুযোগ পেয়েছিল মহমেডানও। তবে গোল সংখ্যা রাড়াতে পারেনি তারা।

গোল খেলেও দ্বিতীয়ার্ধে বারবার মহমেডান দুর্গে আক্রমণ করতে থাকেন জগন্নাথ ওঁরাও, সুব্রত মুর্মুরা। বারবার গোল করার মত পরিস্থিতি তৈরি করলেও মহমেডান রক্ষণ সজাগ থাকায় ফলাফল বদলায়নি। ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েন ইউনাইটেড ফুটবলাররা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement