Mohammedan SC

CFL 2021: লাল কার্ড দেখলেও ভবানীপুরের বিরুদ্ধে খেলবেন মহমেডান ডিফেন্ডার শাহির শাহিন

খেলার পরই রেফারিং নিয়ে আইএফএ-এর কাছে অভিযোগ জানিয়েছিল মহমেডান। তার ভিত্তিতেই সিদ্ধান্ত জানিয়ে দিল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ২৩:৩৮
Share:

নিজস্ব চিত্র।

কলকাতা লিগের প্রি কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখলেও কোয়ার্টার ফাইনালে ভবানীপুরের বিরুদ্ধে খেলতে পারবেন সিরিয়ান ডিফেন্ডার শাহির শাহিন। বৃহস্পতিবার মহমেডান ক্লাবে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় আইএফএ।

Advertisement

টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে খেলার একেবারে শেষ লগ্নে লালরাম চুলোভার ভুল পাস থেকে বল পান চিবুজা ক্রিস্টোফার। তাঁর শট গোললাইনের দিকে যেতেই সেখান থেকে বল বার করতে গিয়ে বল হাতে লাগিয়ে ফেলেন শহিন। এই অভিযোগে রেফারি মহমেডানের বিরুদ্ধে পেনাল্টি দেন ও শাহিনকে লাল কার্ড দেখান। সেখান থেকেই গোল করেন ক্রিস্টোফার। সেই গোল বাতিল না হলেও লাল কার্ডের সিদ্ধান্ত বাতিল করা হল। খেলার পরই রেফারিং নিয়ে আইএফএ-এর কাছে অভিযোগ জানিয়েছিল মহমেডান। তার ভিত্তিতেই সিদ্ধান্ত জানিয়ে দিল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা।

শনিবার ভবানীপুরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং।

Advertisement

—নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement